নজরুল ইসলামের ভূমিকায় কিঞ্জল নন্দ

RBN Web Desk: বঙ্গজীবনে ছাপ রেখে যাওয়া বহু মানুষের জীবনী নিয়ে বা তাঁকে আধারিত করে ছবি প্রায়শই হয়। তবু আজ অবধি যাঁকে বড়পর্দায় দেখা যায়নি, তিনি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam)। ‘ভক্ত ধ্রুব’র মতো ছবিতে অভিনয় করলেও পরবর্তীকালে কোনও ছবিতে তাঁর ভূমিকায় কাউকে অভিনয় করতে দেখা যায়নি। সেই অপ্রাপ্তি এবার পূরণ হতে চলেছে পরিচালক আব্দুল অলিমের হাত ধরে। চুরুলিয়ার সেই দুখু মিঞার ছেলেবেলা থেকে শেষ বয়স অবধি একই ছবির মধ্যে তুলে ধরতে চাইছেন তিনি।

এই ছবির চিত্রনাট্য রচনা করছেন সৌগত বসু। কাজ প্রায় শেষ হয়ে এলেও কবির জীবন সম্পর্কে আরও নতুন তথ্যের সন্ধান চলছে যাতে দর্শকের কাছে সবটুকু মেলে ধরা যায়।

নজরুলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কিঞ্জল নন্দকে (Kinjal Nanda)। অন্যান্য বহু ঐতিহাসিক চরিত্রাভিনেতারা চূড়ান্তভাবে নির্বাচিত না হলেও শান্তিলাল মুখোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়কে এই ছবিতে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নজরুলের জীবন নিয়ে ছবিমাত্রই তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভূমিকা থাকবে। কবিগুরুর চরিত্রে কে অভিনয় করবেন তা অবশ্য এখনও নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি।

আরও পড়ুন: আবারও কানে ‘মন্থন’

বিদ্রোহী কবিকে নিয়ে ছবিতে আবহ এবং সুর সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জয় সরকারকে এই ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে দেখা যেতে পারে। ছবি সম্পাদনার দায়িত্বে থাকছেন অর্ঘ্যকমল মিত্র। 

ছবিতে প্রস্থেটিক মেকআপের বড় ভূমিকা থাকবে বলে জানিয়েছেন কিঞ্জল। তিনি আপাতত নজরুলের জীবন নিয়ে পড়াশোনা করছেন।

এই ছবি নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চান না আব্দুল। নজরুলের জীবনের প্রতিটি দিক খুঁটিয়ে রিসার্চ করে তবেই তা দর্শকের সামনে আনতে চান বলে জনিয়েছেন তিনি।

শীতকালে শুরু হবে এই ছবির শুটিং।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *