শহুরে জীবনের জটিলতা সমাধানে ‘মহারাজ’
RBN Web Desk: মানুষের জীবন বড় জটিল। ব্যক্তিগত ও পেশার পরিসরকে একসঙ্গে সামলাতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। ফলে এক পরিসরের বিরক্তির রেশ এসে যায় অপর পরিসরেও। অবচেতনে মানুষ মনেপ্রাণে চায়, এমন কেউ তার জীবনে আসুক যার উপস্থিতি সব জটিলতাকে একটু হলেও সহজ করে দেবে। এহেন সত্যি হলেও গল্প নিয়ে আসছে নিরুপম দত্তের প্রথম ছবি ‘মহারাজ‘ (Maharaj)।
এই ছবির কেন্দ্রে রয়েছে রাহুল ও নন্দিনী। আধুনিক শহরে আধুনিকভাবে বাঁচতে গিয়ে তাদের জীবনে নানা সমস্যা উপস্থিত হয়। ব্যক্তিগত ও পেশার জগতে ভারসাম্য বজায় রাখতে না পারার ফলে তাদের মধ্যে নিত্যদিন খিটিমিটি লেগেই থাকছে। এমন পরিস্থিতিতে ধূমকেতুর মতো তাদের দৈনন্দিন জীবনে এসে হাজির হয়ে মহারাজ নামের এক রহস্যময় রাঁধুনি। এই রাঁধুনির উপস্থিতিতেই তারা নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পায়। তাদের জীবনে নতুনভাবে আলো পড়ে। পাশাপাশি আসে বেশ কিছু নয়া মোচড়ও।
ছবির নামভূমিকায় অভিনয় করেছেন গৌরব মুখোটি। রাহুল ও নন্দিনীর ভূমিকায় রয়েছেন সৌরদীপ্ত মুখোপাধ্যায় ও অমৃতা গগন চক্রবর্তী। এছাড়াও বেশ কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পী থাকছেন ছবিতে।
আরও পড়ুন: থাকছেন না দিব্যেন্দু
পরিচালনা ছাড়াও ‘মহারাজ’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নিরুপম। ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলে আর্যদীপ ঘোষ, সম্পাদনায় করেছেন অংশুমান।
নিরুপম জানালেন, “মানুষের সম্পর্ক যে কতখানি ঠুনকো, এই ছবির মাধ্যমে সে কথা বোঝানো হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে, ক্ষমাই পরম ধর্ম। নাটকীয়তার পাশাপাশি রহস্যও রয়েছে ছবিতে। এই দুই মোড়কের নিচে নিজের অস্তিত্বের সম্পর্কে প্রশ্ন তোলা নিয়েও একটি স্তর রয়েছে। আশা করি দর্শকের এই ছবি ভালো লাগবে।’
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। ৩ মে প্রেক্ষাগৃহে আসছে ‘মহারাজ’।