জিৎ না থাকলে দেব তৈরি হতো না, মনে করেন ‘টনিক’
RBN Web Desk: বছর দশেক আগের কথা। দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে ফোনের রিংটোন, প্রায় সব জায়গায় অল্পবয়সীদের মুখে-মুখে ঘুরছে ‘ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে’। না, এ কোনও কীর্তন নয়। গানটা ‘চ্যালেঞ্জ’ ছবির। দেবের লিপে, জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে এই গান গোটা বাংলাকে মাতিয়ে দিয়েছিল। নায়ক-নায়িকা ছাড়াও বাংলা ছবি পেল আরেক জুটি, দেব ও জিৎ। এরপর একের পর এক হিট গান দিয়ে গেছেন সুরকার, আর পর্দায় ঠোঁট মিলিয়েছেন নায়ক।
মাঝখানে হঠাৎই যেন থমকে গিয়েছিল এই উদ্দামতা। হিন্দি ছবি নিয়েই ব্যস্ত ছিলেন জিৎ। এদিকে দেবও তাঁর পরিচিত চেনা ছক থেকে বেরিয়ে নিজেকে ক্রমশ ভাঙছিলেন। অনেকদিন পর আবার ফিরল সেই জুটি। পরিচালক অভিজিৎ সেনের প্রথম ছবি ‘টনিক’-এর সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ। ছবির নামভূমিকায় রয়েছেন দেব। সম্প্রতি কলকতায় এক অনুষ্ঠানে মুক্তি পেল ছবির গান। গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। উপস্থিত ছিলেন অভিজিৎ, দেব ও জিৎ। ‘টনিক’-এর গানে সন্ধ্যা মাতিয়ে তুললেন নচিকেতা, অনুপম, অনিন্দ্যরা।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
এত বছর পর ফের জিতের সঙ্গে। আবারও কি সেই পুরোনো ম্যাজিক দেখা যাবে? “দেখো, আজ যদি জিৎদার ‘পাগলু ডান্স’ না থাকত তাহলে এই পাগলুকে নিয়ে এত মাতামাতি তৈরি হতো না,” রেডিওবাংলানেট-কে বললেন দেব। “আমাদের এই জুটিটা কিন্তু আমরা সৃষ্টি করিনি, দর্শক তৈরি করেছেন। জিৎদার সুর এবং তাতে আমার পারফরম্যান্স কোথাও গিয়ে দর্শকের মনে দাগ কাটতে পেরেছে বলেই আমরা হিট।”
অন্যদিকে সুরকারের দাবি, দর্শক ও শ্রোতা এবার এক সম্পূর্ণ অন্য জিৎ গঙ্গোপাধ্যায়কে শুনতে চলেছেন। দেব এবং জিতের চেনা ছক থেকে বেরিয়ে একদম অন্যরকম কিছু গান তৈরি করেছেন জিৎ। দর্শক এই পরিবর্তন মেনে নেবে? “অবশ্যই,” বললেন জিৎ। “মেনে নিয়েছে বলেই আজ এখানে এত উন্মাদনা। তবে এটাও ঠিক যে এরকম কাজ এর আগে করিনি। অনেক বছর পর বাংলায় কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। একসঙ্গে এত বড় মাপের এতজন শিল্পীর সঙ্গে কাজ করে আমি ভীষণ এক্সাইটেড।”
ভুল বলেননি জিৎ। অনুপম, নচিকেতা, অনিন্দ্য তাঁদের গাওয়া গানের এক লাইন গাইতেই অন্য প্রান্ত থেকে দর্শক পরের লাইনগুলো গেয়ে উঠছিলেন।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এত বছর পর তাঁর অভিনীত ছবিতে জিতের সঙ্গীত রয়েছে বলে ছবির সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে বলে মনে করেন দেব। “দর্শক এই এক ঘন্টার মধ্যেই গানগুলোকে আপন করে নিয়েছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মনে হচ্ছে আজকেই সবাই টনিক পেয়ে গেছে,” বললেন দেব।
দেব ছাড়াও ‘টনিক’-এর অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন শকুন্তলা বড়ুয়া, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ও সুজন নীল মুখোপাধ্যায়। ছবির গান লিখেছেন অনিন্দ্য, প্রসেন ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজা নারায়ণ দেব।
২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘টনিক’।
ছবি: গার্গী মজুমদার