টেলিভিশন থেকে বিদায় নিচ্ছেন লীনা-শৈবাল জুটি?
RBN Web Desk: লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়। একের পর এক মেগাহিট টেলিভিশন ধারাবাহিকের নির্মাতা এই জুটি। সাম্প্রতিক অতীতে বাংলা টেলিভিশন এঁদের মত সফল চিত্রনাট্যকার ও পরিচালক বোধহয় আর পায়নি। বহু নতুন শিল্পীও উঠে এসেছেন এঁদের হাত ধরে। কিন্তু এবার ছোট পর্দা থেকে সম্ভবত বিদায় নিতে চলেছে লীনা-শৈবাল জুটি।
কেন এই পদক্ষেপ?
বছর দুয়েক আগে, লীনা ও শৈবাল একটি প্রযোজনা সংস্থা খোলেন। নাম ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। এই সংস্থার প্রথম ছবি—খোঁজ—মুক্তি পায় গত বছর ২৬ মে। ছবির চিত্রনাট্য লেখেন লীনা এবং পরিচালক ছিলেন তাঁর পুত্র অর্ক গাঙ্গুলী। বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, থ্রিলার ঘরানার এই ছবি দর্শকদের একাংশের মধ্যে ভালোই সমাদর পায়। যৌথ প্রযোজনা হলেও, ছবিটিতে তার কোনও অবদানই ছিল না বলে ঘনিষ্ট মহলে অভিযোগ করেন শৈবাল। তবে ভবিষ্যতের কথা ভেবে তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে নেন তাঁরা।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
লীনা ও শৈবালের যৌথ পরিচালনায় তাঁদের পরের ছবি—মাটি—মুক্তি পায় ১৩ জুলাই। ১৯৪৭-এর দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে নির্মিত এই ছবি ক্যানবন্দী হয়ে পড়েছিল বহুদিন। সূত্রের দাবী, মাটি রিলিজ়ের পথে প্রধান অন্তরায় ছিল লীনা-শৈবাল জুটির দীর্ঘদিন টেলিভিশনের চিত্র্যনাট্য-পরিচালনার সাথে জড়িত থাকার বিষয়টি। ডিস্ট্রিবিউটররা সন্দিহান ছিলেন যে মাটি-ও এই জুটির ছোট পর্দায় অন্যান্য কাজের মতই হবে। শেষমেশ হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাওলি দাম, আদিল হুসেন, অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। কিছু দর্শকের ভালো লাগলেও, আশানুরূপ ব্যবসা করতে পারেনি মাটি। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই টেলিভিশন প্রিমিয়রও হয়ে যায় ছবিটির।
Advertisement
সূত্রের দাবী, লীনা-শৈবাল জুটি সম্ভবত বুঝতে পেরেছেন, টেলিভিশন ধারাবাহিকের চিত্রনাট্য ও পরিচালনার সাথে জড়িত থাকলে, বড় পর্দায় ছবি রিলিজ় করতে অসুবিধা হতে পারে। তার কারণ হলে গিয়ে যাঁরা ছবি দেখেন, তাঁদের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে এই জুটি টেলিভিশন ধারাবাহিকেরই কোনও গল্প তুলে আনবেন বড় পর্দায়। তাই পয়সা দিয়ে টিকিট কেটে এই জুটির ছবি দেখতে তাঁরা আগ্রহ নাও দেখাতে পারেন।
তাশি গাঁওয়ে একদিন
সাম্প্রতিক কালে লীনা-শৈবালের বেশ কয়েকটি ধারাবাহিক, যার মধ্যে কুসুম দোলা ও অন্দরকাহিনী অন্যতম, অনেকটা তড়িঘড়ি শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বেলাশেষে ছবি অবলম্বনে নতুন ধারাবাহিকের কাজও পিছিয়ে দিয়েছেন লীনা-শৈবাল। একমাত্র ফাগুন বউ ধারাবাহিকটি চলছে। বড় পর্দার ছবির কাজেই এখন মনোনিবেশ করতে চান এই জুটি। তাই টেলিভিশনে নতুন কোনও কাজ আর শুরু করতে চাইছেন না তাঁরা, টালিগঞ্জ সূত্রের খবর।