‘দিদি নম্বর ওয়ান’-এর ভবিষ্যৎ কী, জানালেন রচনা

RBN Web Desk: রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) কি ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No 1) ছাড়ছেন? প্রশ্নটা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে টেলিভিশনের দর্শক মহলে। প্রায় একযুগ ধরে এই জনপ্রিয় গেম শো সঞ্চালনা করার পর অবশেষে তিনি কি বিদায় নিতে চলেছেন? দর্শকের এমন আশঙ্কার কারণ আসন্ন লোকসভা নির্বাচন। হুগলির প্রার্থী হয়েছেন রচনা। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। রচনা ও লকেট একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।

কিছুদিন আগেই রচনার গেম শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তখন রচনার রাজনীতিতে আসা নিয়ে কিছুই বলেননি তিনি। ১০ মার্চ ব্রিগেডের সভায় রচনার রাজনীতিতে পদার্পণ এবং লোকসভায় প্রার্থী হওয়ার ব্যাপারে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রচনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর অনুরোধেই তিনি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী হতে রাজি হয়েছেন।

Rachana Banerjee

মমতার সঙ্গে রচনা, ‘দিদি নম্বর ওয়ান’-এ

তবে নির্বাচনের প্রস্তুতি এবং লাগাতার প্রচারের চাপ নিয়ে গেম শোয়ে কতটা সময় দিতে পারবেন রচনা? অভিনেত্রী নিজে অবশ্য এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন যে লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে শুটিং ক্ষতিগ্রস্ত হবেই। তবে প্রচার কর্মসূচির কাজের ফাঁকে তিনি শুটিংয়ের জন্য সময় বার করে নেবেন। প্রয়োজনে রাতে শুটিং করবেন।

কাজেই আপাতত দর্শকরা তাঁদের প্রিয় সঞ্চালককে হারাচ্ছেন না, এমনটাই আশ্বাস দিয়েছেন রচনা। 

ওদিকে রাজনীতির ময়দানে রচনা বনাম লকেট (Rachana versus Locket) যুদ্ধের দিকেও তাকিয়ে আছে গোটা বাংলা।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *