টেলিভিশন ধারাবাহিকে ফিরছেন শ্বেতা
RBN Web Desk: টেলিভিশন ধারাবাহিকে ফিরছেন শ্বেতা ভট্টাচার্য। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য।
একসময় চুটিয়ে বাংলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন শ্বেতা। তালিকায় রয়েছে ‘সিঁদুর খেলা’, ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’র মতো ধারাবাহিক। তবে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন। টানা দু’বছর চলে ধারাবাহিকটির সম্প্রচার।
আরও পড়ুন: পঞ্চাশে প্রসেনজিৎ-ঋতুপর্ণা
শ্বেতার শেষ অভিনীত ধারাবাহিক ‘সোহাগ জল’। শোনা যাচ্ছে বেশ বড় আকারে আসতে চলেছে নতুন ধারাবাহিকটি। সেটির নাম এখনও স্থির হয়নি। বাকি শিল্পীদের নাম এখনও জানা যায়নি। এ ব্যাপারে চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করেছে নির্মাতা সংস্থা।
ছবি: RBN আর্কাইভ