টেলিভিশন ধারাবাহিকে আসছেন ব্রাত্য বসু
RBN Web Desk: নাট্যকার, অভিনেতা, পরিচালক। বহু সফল নাটক মঞ্চস্থ হয়েছে তাঁর হাত ধরে। আর এবার রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু-কে দেখা যাবে এক মেগাধারাবাহিকে। খুব সম্ভবত এটাই কোনও দৈনিক ধারাবাহিকে তাঁর প্রথম কাজ।
সূত্রের খবর, মুখোশের আড়ালে ধারাবাহিকটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। ইতিমধ্যেই বেশ কয়েকদিন শ্যুটিংও সেরে ফেলেছেন তিনি। গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিকের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন শর্মিষ্ঠা আচার্য ও অর্কজ্যোতি পালচৌধুরী। গল্পে একজন সেনা আধিকারিকের চরিত্রে দেখা যাবে ব্রাত্যকে। এই চরিত্রটিই আগামী দিনে গল্পে মোড় ঘুরিয়ে দেবে, এমনটাই জানা গেল।
তাশি গাঁওয়ে একদিন
মুখোশের আড়ালে-তে অনেকদিন পর আবার টেলিভিশনে ফিরলেন শর্মিষ্ঠা। এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
ব্রাত্য বসু অভিনীত পর্বগুলি এখনও সম্প্রচার শুরু হয়নি। তবে এ সপ্তাহেই তাকে দেখা যেতে পারে বলে সূত্রের দাবী।