এবার পরিচালকদের নিজস্ব সংগঠন টালিগঞ্জে

RBN Web Desk: শিল্পী সংস্থা ও কলাকুশলীদের ফেডারেশনের পর এবার পরিচালকদের নিজস্ব সংগঠন তৈরি হল টালিগঞ্জে। আজ এই মর্মে এক সভার আয়োজন করা হয় টেকনিশিয়ন্স স্টুডিয়োয়। সেখানেই এই নতুন সংগঠন গড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে পালিত হয় পরিচালক-অভিনেতা অরিন্দম গাঙ্গুলীর জন্মদিনও।

বাংলা ফিল্ম ও টেলিভিশনে কাজ করা পরিচালকদের ২৫টি গিল্ড সংগঠনের সমন্বয়ে তৈরি করা হল এই সংস্থা যার নাম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। বর্তমানে স্টুডিয়োপাড়ার পরিচালকরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্যই গঠন করা হল এই যৌথ সংগঠন।

রক্তবরণ মুগ্ধকরণ

আজকের সভায় উপস্থিত ছিলেন পরিচালক সংগঠনের সভাপতি অশোক বিশ্বনাথন, সহসভাপতি অনিন্দ্য সরকার ও সম্মানীয় সদস্য গৌতম ঘোষ।

অরিন্দমের দাবী, বিভিন্ন বিষয়ে বারবার কোণঠাসা হতে হয়েছে পরিচালকদের। বিশেষ করে টেলিভিশন ধারাবাহিকের ক্ষেত্রে বেসরকারী বিনোদমূলক চ্যানেলেগুলির হাতে পুতুল তাঁরা, অভিযোগ করেন তিনি।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *