বড়পর্দায় ফিরছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ও একগুচ্ছ পুরোনো ছবি
RBN Web Desk: নতুন করে মুক্তি পেতে চলেছে বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবি। নতুন এই ট্রেন্ডের তালিকায় নাম লেখাচ্ছে অনেক চেনাজানা নামী ছবিও। এর মধ্যে অনেকগুলি ছবি চাইলেই ডিজিটাল মাধ্যমে দেখা যায়। সেরকম ছবিও অল্পদিনের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করছে ও এক নতুন নজির সৃষ্টি করছে। এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে তেমন কয়েকটি ছবি।
কিছুদিন আগে ইমতিয়াজ আলি পরিচালিত ‘রকস্টার’ (Rockstar) ও সাজিদ আলি পরিচালিত ‘লায়লা মজনু’ (Laila Majnu) আবারও মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। দর্শকের তুমুল উৎসাহ দেখা গিয়েছিল ছবিদুটিকে ঘিরে। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রকস্টার’ ছবিটি জুন মাসে পুনর্মুক্তি পায়। ১৩ বছর বাদে মুক্তি পেয়ে ছবিটি ₹৫ কোটির ব্যবসা করেছে। অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পেয়ে তেমন ভালো ফল করেনি ‘লায়লা মজনু’ ছবিটি। সেটিও এ মাসে দ্বিতীয়বার মুক্তি পেয়ে ব্যবসা করেছে ₹৫ কোটির ওপর, যা তার মুক্তির সময়ের ব্যবসার দ্বিগুণ।
আরও পড়ুন: শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি
ওটিটিতে যেসব ছবি রয়েছে সেগুলি দেখতেও মানুষ কেন এত উৎসাহ দেখাচ্ছেন তা এক রহস্য বলা চলে। তবে টেলিভিশনে সেই সব ছবি দেখে মুগ্ধ হয়েই দর্শক আবারও বড়পর্দায় সেগুলি দেখতে চাইছে এ কথা স্পষ্ট। যেমন ‘লায়লা মজনু’ ছবির ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে ২০১৮ সালে তৃপ্তি দিমরিকে দর্শক সেভাবে চিনত না। কিন্তু এখন তিনি দর্শকদের কাছে জনপ্রিয় মুখ, তাই তাঁকে নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
এই আবহে আজ মুক্তি পেল অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur)। প্রথমবার মুক্তির সময় মাত্র পাঁচদিন প্রেক্ষাগৃহে চলেছিল ছবিটি। কারণ তার পরের সপ্তাহেই সলমন খানের ‘এক থা টাইগার’ মুক্তি পায়। কিন্তু পরবর্তী সময়ে অনুরাগের ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। তাই দ্বিতীয়বার ছবির মুক্তি নিয়ে আশাবাদী অনুরাগ।
আরও পড়ুন: মঞ্চে ফিরল ‘দেবী চৌধুরানী’
এছাড়াও আজ মুক্তি পাচ্ছে আর মাধবন, দিয়া মির্জ়া, সইফ আলি খান অভিনীত ২০০১-এর ছবি ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ (Rehnaa Hai Terre Dil Mein)। এছাড়াও এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে ২০১৮ সালের ছবি ‘তুম্বাদ’ (Tumbbad)। মার্চে মুক্তি পেয়েছিল ‘বাজিগর’ (Baazigar), ‘খিলাড়ি’ (Khiladi) ও ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ (Main Khiladi Tu Anari)। জনপ্রিয়তার নিরিখে এবং সাধারণ দর্শকদের নস্টালজিয়ার কথা মাথায় রেখে আরও কিছু ছবি প্রেক্ষাগৃহে আসতে পারে আগামী দিনে।