শুটিং শুরু করলেন প্রিয়াঙ্কা
RBN Web Desk: নতুন ছবির শুটিং শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্সের পরিচালনায় ‘দ্য ব্লাফ’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে তাঁর মেয়ে মালতীও।
২০১৮ সালে মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তারপর থেকে পাকাপাকিভাবে সে দেশেই থাকেন তিনি। কাজ করেছেন ‘দ্য মেট্রিক্স রেজ়ারেকশনস’-এর মতো ছবিতেও। মুম্বইয়ে তাঁর শেষ উল্লেখযোগ্য ছবি ২০১৯ সালে সোনালী বসুর পরিচালায় ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’।
আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
২০০৮ সালে ‘ফ্যাশন’ (Fashion) ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতে নেন প্রিয়াঙ্কা। কাজ করেছেন ভারতের সব প্রথমসারির পরিচালকদের সঙ্গে। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অ্যালেক্স পারিশের জনপ্রিয় ‘কোয়ান্টিকো’ (Quantico) সিরজ়েও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।