এর আগে কেউ আমাদের একসঙ্গে ছবিতে নেওয়ার কথা ভাবেনি: চূর্ণী

কলকাতা: দুজনের পরিচালিত ছবিই পেয়েছে চলচ্চিত্রে জাতীয় পুরস্কারের পদক। একে অন্যের পরিচালিত ছবিতে কাজও করেছেন। ছবি পরিচালনার পাশাপাশি দুজনেই অভিনয় করছেন বহু বছর ধরে। তবু এর আগে তাঁদের দুজনকে একসঙ্গে ছবিতে নেওয়ার কথা ভাবেননি কোনও পরিচালক, রোহন সেনের ছবি ‘শুভ বিজয়া’র সংবাদিক সম্মেলনে জানালেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এই ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন চূর্ণী ও কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অমৃতা দে ও দেবতনু।

“বহু বছর আগে অঞ্জনের (দত্ত) একটা টেলিফিল্মে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম কৌশিক আর আমি,” রেডিওবাংলানেট-কে বললেন চূর্ণী। “এত বছরের অভিনয় জীবনে ছবির পর্দায় কেউ আমাদের এরকম কোনও চরিত্রে কাজ করার প্রস্তাব দেয়নি। রোহনই প্রথম। তবে কৌশিক মনে করে স্বামী-স্ত্রীর চরিত্রে আমাদের মানায় না। ক্যামেরায় আমাকে নাকি ওর পাশে দেখতে অনেক ছোট লাগে। রোহন অবশ্য এ সব কথায় পাত্তা দেয়নি।”

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

দুর্গা পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘শুভ বিজয়া’র গল্প। ছবিতে অমর্ত্য ও বিজয়ার চরিত্রে রয়েছেন কৌশিক ও চূর্ণী। অমর্ত্য-বিজয়ার দুই ছেলে আদিত্য ও অহনের ভূমিকায় দেখা যাবে বনি ও দেবতনুকে। আদিত্যের স্ত্রী উমার চরিত্রে রয়েছেন কৌশানি। অমর্ত্যের ভাইয়ের ভূমিকায় থাকছেন খরাজ। বাড়ির বড় মেয়ের ভূমিকায় রয়েছেন অমৃতা।   

“দুর্গা পুজোর মতোই মা হলো এ ছবির কেন্দ্রিয় চরিত্র,” বললেন রোহন। “ছবিতে মায়ের জন্যই একটা পরিবার একত্রিত হয়। মায়ের মাধ্যমেই পুজোর সময় সম্পর্কের জটগুলো খুলে যায়।”

একসঙ্গে ছবিতে নেওয়ার কথা

টিম ‘শুভ বিজয়া’

চিত্রনাট্য লেখা শুরু করার সময় অমর্ত্যের চরিত্রে কৌশিককে নেওয়ার কথা ভাবেননি বলে জানালেন রোহন। “লেখা যখন শেষ হলো, তখন কৌশিকজ্যেঠুকে বললাম। চিত্রনাট্য শুনেই উনি রাজি হয়ে যান। তারপর চূর্ণীদিকে বললাম। উনিও শোনামাত্রই রাজি হয়ে গেলেন,” বললেন রোহন।

“একদম সহজ, সরল, সাদামাটা গল্প নিয়ে ছবি করছে রোহন। এখানে এমন কোনও উপাদান নেই যা দর্শক বুঝতে পারবেন না। কোনও পরিবারকে নিয়ে ছবি করতে গেলে একটা উপলক্ষ লাগে যার মাধ্যমে পরিবারের সদস্যরা একত্রিত হয়। এক্ষেত্রে বাঙালিদের কাছে সেরা উপলক্ষ হলো দুর্গা পুজো। সেভাবেই গল্পটা ভাবা হয়েছে,” জানালেন কৌশিক।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

“বাড়ির বড় ছেলে আদিত্য বাইরে কাজ করে। বহু দিন বাইরে থাকার কারণে পরিবারের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়। মূলত ছবিটা সম্পর্কের টানাপোড়েন নিয়েই,” বললেন বনি।

গতকাল প্রকাশিত হলো ছবির প্রথম পোস্টারও।

‘শুভ বিজয়া’র সঙ্গীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি ও রণজয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন মানস গঙ্গোপাধ্যায়, সম্পাদনায় সায়ন্তন নাগ।

এ মাসের শেষের দিকে শুরু হবে শুটিং। পুজোর পর মুক্তি পেতে চলেছে ‘শুভ বিজয়া’।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *