নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
রাহুল দেব বর্মণের কণ্ঠে গান গাইতে হয়েছিল তাঁকে। অথচ পঁচিশ বছরের কেরিয়ারে কুড়িটার বেশি ছবিতে গান গাইবার সুযোগ তিনি পাননি। তিনি জলি মুখোপাধ্যায়, স্টেজ মাতিয়ে গান গাওয়ায় যাঁর জনপ্রিয়তা এখনও নতুন গায়কদের থেকে কোনও অংশে কম নয়। প্রথম জীবনে কোরাস গায়ক ছিলেন জলি। প্রথাগত সঙ্গীতশিক্ষায় তালিম না নিয়েও নিজের চেষ্টায় হিন্দি ছবির উপযোগী সঙ্গীত তিনি শিখে নেন কোরাস গ্রুপে থাকতে থাকতেই।
জলির দাদা ছিলেন রাহুল দেবের মিউজ়িক টিমের গিটারিস্ট। ছোট থেকেই দাদার সঙ্গে সেখানে যাতায়াত ছিল জলির। ১৯৭৮ সালে ‘জেল যাত্রা’ ছবির গান রেকর্ডিংয়ের সময় জলি রাহুলকে অনুরোধ করেন তিনিও কোরাসে যোগ দিতে চান। সেই ছবি থেকে জলির যাত্রা শুরু। তবে তাঁকে এককভাবে ছবিতে গাইবার কথনও সুযোগ দেননি রাহুল।
রইল জলির সঙ্গীত জীবন নিয়ে কিছু চমকপ্রদ তথ্য।
১. প্রথম গানই সুপারহিট
১৯৮৮ সালে পরিচালক ফিরোজ় খানের ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের সুরে প্রথমবার জলি গাইলেন তাঁর একক গান ‘চাহে মেরি জান তু লে লে’। ছবিতে গানটি ছিল ফিরোজ়ের লিপেই। প্রথম সুযোগেই ব্যাপক জনপ্রিয়তা পান জলি। দ্বিতীয় সুযোগ আসে পরের বছরেই।