ছবির আয় কত, জানালেন ‘নন-সুপারস্টার’ অঙ্কুশ
RBN Web Desk: বাংলা ছবির আয়ের পরিমাণ যখন প্রবল ধোঁয়াশায় আচ্ছন্ন, হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহে হপ্তা দুয়েক চললেই যেখানে প্রযোজকের তরফে সাকসেস পার্টি দেওয়া হয়, সেখানে কিছুটা হলেও ব্যতিক্রমী পথে হাঁটলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এবার ঈদে মুক্তি পেয়েছে অঙ্কুশ, ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) অভিনীত ছবি ‘মির্জ়া’ (Mirza)। নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন অঙ্কুশ। ছবিটি পরিচালনা করেছেন সুমিত-সাহিল।
নিজেকে ‘নন-সুপারস্টার’ অভিহিত করে অঙ্কুশ বলেছেন, ‘মির্জ়া’ একটি মাস কমার্শিয়াল ছবি। এটি এমন এক গোত্রের ছবি যা হয়তো আর ফিরবে না। সেই ছবিকে ভরসা করার জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ। প্রথম সপ্তাহে মির্জা ₹৭৫ লক্ষের ব্যবসা করেছে। এছাড়া স্যাটেলাইট রাইটস থেকে পাওয়া অর্থে মোট বিনিয়োগের ৬০ শতাংশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন অভিনেতা-প্রযোজক।
আরও পড়ুন: ভালোবাসতে বয়স লাগে না, প্রমাণ করবে অপরাজিতা-শাশ্বতর রসায়ন
এখনকার তুলনায় ‘মির্জ়া’ অনেকটাই বড় বাজেটের ছবি বলে জানিয়েছন অঙ্কুশ। লগ্নি করা পুরো টাকা যে ঘরে ফিরবে না, তা তিনি জানেন। বাংলা বাণিজ্যিক ছবির প্রতি ভরসা ফেরানোই তাঁর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন অঙ্কুশ।
ছবি: RBN আর্কাইভ