হাতাহাতির গল্প শোনালেন অপরাজিতা

RBN Web Desk: মানসী সিংহের (Manasi Sinha) ‘এটা আমাদের গল্প’ (Eta Amader Golpo) ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হাতাহাতির গল্প শোনালেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। অপরাজিতা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন  শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koninika Banerjee) ও সোহাগ সেন (Sohag Sen)

ছবিতে দুই প্রৌঢ়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা ও শাশ্বতকে। এত বেশি বয়সের চরিত্রে অভিনয়ের কারণ জানাতে গিয়ে অপরাজিতা বললেন, “আমি এই চরিত্রটা করতেই চাইনি। কিন্তু মানু (মানসী) এত করে বলল তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। না হলে এই চরিত্র তো আমি এরপর যে কোনও বয়সেই করতে পরতাম। শ্রীতমার জীবনে কোনও রঙ নেই। কীভাবে তার জীবনটা পাল্টে যাবে, ভালোবাসা আসবে সেটাই এই ছবির গল্প।” 

তবে শ্রীতমার চরিত্রে অভিনয় করার পিছনে শাশ্বত অবশ্যই একটা কারণ সেটা জানাতে ভুললেন না অপরাজিতা। “অন্যতম প্রধান কারণ অবশ্যই অপুদা (শাশ্বত)। এর আগে আমি অপুদার বিপরীতে কোনও চরিত্র করিনি। ওরকম অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ তো বারবার আসে না। তাই সেটা ছাড়তে চাইনি।” 

আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

মানসীর সঙ্গে বহু ছবিতে এর আগে অভিনয় করেছেন অপরাজিতা। তাঁর পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা কেমন?

“ও অসম্ভব ভালো অভিনয় করে,” বললেন অপরাজিতা। “তাই পরিচালনাও নিঃসন্দেহে খুব ভালো করবে। যারা ভালো অভিনেতা হয় তাদের খুব পরিষ্কার ধারণা থাকে একটা দৃশ্য কীভাবে করলে দেখতে ভালো লাগবে। এমনিতে আমরা শুটিংয়ের সময় প্রচুর ঝগড়া করেছি। সেই থেকেই প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু মানু কী চায় সেটা ওর কাছে খুব স্পষ্ট ছিল। তাই কাজটাও খুব ভালো হয়েছে।”

অপরাজিতা মনে করেন ‘এটা আমাদের গল্প’ সব বয়সের দেখার ছবি। “এই ছবি একটা নতুন প্রজন্মের কথাও বলে। আমাদের ছোট ছেলেমেয়েগুলোও তো ভালো নেই। আত্মহত্যার পরিসংখ্যান যেভাবে বেড়ে চলেছে এরপর তো ভয়াবহ রূপ নেবে। তাই পরিবার, কাছের মানুষের সঙ্গে জড়িয়ে থাকার এই গল্পটা সকলের কাছেই খুব পরিচিত মনে হবে। সেই কারণেই ছবির এরকম নামকরণ। এটা আসলে আমাদের সকলের গল্প,” বললেন অপরাজিতা। 

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *