কৌশানির জন্য রবীন্দ্রচর্চায় মন দিলেন সোহম
RBN Web Desk: লাবণ্যকে ফোন করে তার বান্ধবী জানায় এবারের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে অংশুমান আসছে। ফোনের ওপার থেকে রবীন্দ্রপ্রেমী লাবণ্য জিজ্ঞাসা করে, অংশু রবীন্দ্রচর্চা করে কিনা। তাতে অবশ্য হালকা খোঁচা ধেয়ে আসে বান্ধবীর তরফ থেকে। ‘নিজ জিনিস নিজের দায়িত্বে রাখা ভালো’ সূচক বাণী দিয়েই ফোনটা কেটে দেয় সে। সঙ্গে-সঙ্গে পরিচালক বলে উঠলেন, “কাট। শট ওকে।”
কিছুক্ষণের বিরতি। তারপরেই পরের দৃশ্য। বন্ধুর বাড়িতে নতুন ব্যবসা নিয়ে আলোচনা করতে আসবে অংশুমান। অবশ্য তার আগে নিজের চরিত্রের মেকআপ নিতে শুরু করলেন অংশু অর্থাৎ সোহম চক্রবর্তী।
এত বছর পর নতুন করে এমবিএ পাশ করলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তবে বাস্তবে নয়, সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর পরবর্তী ছবি ‘অংশুমান MBA’-তে এরকমই একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সেদিন দক্ষিণ কলকাতায় কেয়াতলার একটি বাড়িতে হয়ে গেল এই ছবিরই ছোট্ট একটি দৃশ্যের শুটিং। এই ছবিতে সোহমের বিপরীতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, ভিভান ঘোষ, রাজীব বসু, পিয়ান সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাক্ষী রায়, অনুষ্কা চক্রবর্তী, দেবজিৎ রায় ও সত্যপ্রিয়া মুখোপাধ্যায়।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবির গল্প কী নিয়ে?
এমবিএ পাশ করে অংশুমান কিছুতেই তার পৈতৃক ব্যবসায় যোগ দিতে নারাজ। পুরুষদের অন্তর্বাসের ব্যবসায় নিজেকে যুক্ত করে ‘জাঙিয়া ম্যান’ হতে রাজি নয় সে। তাই অংশু ও তার এক বন্ধু মিলে শুরু করে এমন এক ব্যবসা যার ট্যাগলাইন হলো ‘গোপনে পি ছাড়ান’। এরই মাঝে অংশুর সঙ্গে লাবণ্যের (কৌশানি) আলাপ হয়। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে দাদুর কাছে মানুষ হওয়া লাবণ্যের প্রথম প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথের মতোই কাউকে সে তার জীবনসঙ্গী হিসেবে চায়। লাবণ্যের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করতেই অংশুমান রবীন্দ্রচর্চায় মন দেয়। এদিকে তার গোপনীয় ব্যবসা হয়ে ওঠে তাদের সম্পর্কের বাধা। কী এমন ব্যবসা করে অংশুমান?
দীর্ঘ ২৮ বছর ধরে একসঙ্গে ছবি পরিচালনা করছেন সুদেষ্ণা-অভিজিৎ। তাঁরা একে অপরের পরিপূরক বলেই মনে করেন সুদেষ্ণা। বরাবরই মজার আঙ্গিকে কোনও সিরিয়াস বিষয় নিয়ে ছবি করেন তাঁরা।
আরও পড়ুন: ঘাট সংরক্ষণে সচেতনতা বাড়ুক, তথ্যচিত্রে উদ্দেশ্য দুই তরুণীর
“আমরা বরাবরই সময়ের থেকে এগিয়ে যাওয়া গল্প বলে এসেছি। সেটা ‘একলা চলো’ হোক বা ‘ক্রস কানেকশন’। একটি আদ্যোপান্ত রোম্যান্টিক-কমেডি ছবি ‘অংশুমান MBA’। সোহম এবং কৌশানি দুজনের সঙ্গেই আগে কাজ করেছি। ফলে একটা কমফর্ট জ়োন তো আছেই। আর রানা (অভিজিৎ) ভীষণ মজার মানুষ। এত বছর ধরে একসঙ্গে কাজ করছি তাই একটা আলাদা রসায়ন তো তৈরি হয়েই যায়,” রেডিওবাংলানেট-কে বললেন সুদেষ্ণা।
অন্যান্য ছবিতে যে ধরণের চরিত্রে কৌশানিকে দেখা যায়, লাবণ্য একেবারেই সেরকম নয়। “লাবণ্যের জীবনে রবীন্দ্রনাথই শেষ কথা। তবে বর্তমান যুগে এরকম মানুষ যে বাস্তবে হয় না সেটা সে পরে বুঝতে পারে,” বললেন কৌশানি।
শুটিংয়ের ফাঁকে টিম ‘অংশুমান MBA’
এর আগে পরিচালকদ্বয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন সোহম। “রানাদা আর সুদেষ্ণাদির সঙ্গে কাজ করতে বরাবরই ভীষণ ভালো লাগে। এদের কাজে বিশেষ হইচই নেই। খুব শান্তশিষ্টভাবে কাজ করা যায়। আর এতদিন পর আবার আমরা সবাই স্বাভাবিকভাবে শুটিং ফ্লোরে ফিরে এসেছি, সেটাও ভীষণ আনন্দের,” বললেন সোহম।
ছবির কাহিনীকার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন রোহিত-সৌম্য জুটি। এর আগে ‘কলকাতার হ্যারি’র চিত্রনাট্যে লিখেছিলেন তাঁরা।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীত রাখার চিন্তাভাবনা চলছে। বাংলা ছবিতে এখন আর সেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার হয় না বলেই মনে করেন অভিজিৎ। “এককালে আমরা তরুণ মজুমদারের ছবিতে রবীন্দ্রসঙ্গীতের বিপুল প্রয়োগ দেখেছি। তাই এই ছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহার করে আমরা তরুণবাবুকে শ্রদ্ধা জানাতে চাই, বললেন তিনি।”
মূলত কলকাতা ও আশেপাশে হবে ছবির শুটিং। এ বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অংশুমান MBA’।