বাংলা ছবিতে রাহুল রায়
RBN Web Desk: এবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রাহুল রায় (Rahul Roy)। হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা রাহুলকে প্রথমবার দেখা যাবে বাংলা ছবিতে। পরিচালক বাবাই সেনের থ্রিলার ছবি ‘মিহিরা’তে রাহুল অভিনয় করবেন। রাহুল ছাড়া ছবির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। রাহুল এবং খরাজকে একেবারে আলাদা লুকে দেখা যাবে বলে জানা গিয়েছে। চবিতে অন্যান্য চরিত্রে থাকবেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী ও প্রদীপ বর্মণ।
১৯৯০ সালে মহেশ ভট্টের পরিচালনায় ‘আশিকি’ (Aashiqui) ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় রাহুলের। ভারতে সর্বকালের অন্যতম হিট ছবি ছিল সেটি। এরপর একে-একে ‘জুনুন’ (Junoon), ‘ফির তেরী কহানী ইয়াদ আই’ (Phir Teri Kahani Yaad Aayee), ‘সপনে সাজন কে,’ ‘গুমরাহ’র মতো ছবিতে অভিনয় করেছে তিনি। তবে এর আগে অন্য ভাষার ছবিতে অভিনয় করতে সেভাবে দেখা যায়নি রাহুলকে।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
ছবি প্রসঙ্গে বাবাই জানালেন, “শুটিং শুরু হবে এই মাসের শেষে। রাহুলের সঙ্গে ইতিমধ্যে সমস্ত কথা হয়ে গিয়েছে, একটি ভিন্ন ধরনের চরিত্রে ওঁকে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”
ছবিতে থাকবে বেশ কয়েকটি গান যার মধ্যে একটি নাচের গানও থাকার কথা। শুটিং হবে উত্তরবঙ্গের পাহাড়ে।
এ বছরেই মুক্তি পাবে ‘মিহিরা’।
ছবি: বিজ় এশিয়া লাইভ