গ্রীষ্মেই টিম ফেলুদাকে আনছেন সন্দীপ?

RBN Web Desk: গরমের ছুটিতেই মুক্তি পেতে পারে পরিচালক সন্দীপ রায়ের (Sandip Ray) ফেলুদা সিরিজ়ের পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’ (Nayan Rahasya)। অন্তত সেরকমই শোনা যাচ্ছে। এবারও ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta)। জটায়ুর ভূমিকায় থাকছেন অভিজিৎ গুহ ও তপেশের চরিত্রে দেখা যাবে আয়ুশ দাশকে। অসামান্য প্রতিভাধর একটি ছোট্ট ছেলে নয়নের ক্ষমতার বিকাশ ও তার অপব্যবহার করতে চাওয়া কিছু মানুষকে ঘিরে ফেলুদার এই কাহিনি লিখেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। 

সাধারণত বড়দিনের ছুটিতে তাঁর ছবি প্রেক্ষাগৃহে আনতে পছন্দ করেন সন্দীপ রায়। তবে ২০২৩ সালে একাধিক ছবির ভিড়ে ‘নয়ন রহস্য’ মুক্তি পায়নি। একটি সূত্রের খবর, ছবির পোস্ট-প্রোডাকশন তখনও শেষ হয়নি বলেই গতবছর বড়দিনে আসেনি ছবিটি। তাই এবার গ্রীষ্মেই আসতে চলেছে ফেলু-তোপসে-জটায়ু। নির্মাতাদের তরফে যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সোহম, মধুমিতার সঙ্গে থ্রিলার ছবিতে ওপার বাংলার পরীমণি

এবার মে-জুন মাসে লোকসভা ভোট চলবে। কিছু ছবির মুক্তি পিছিয়েও যেতে পারে। তাই ‘নয়ন রহস্য’-এর প্রেক্ষাগৃহ পেতে সুবিধা হবে। অবশ্য ইন্ডস্ট্রির একাংশের মত, যে কোনও সময়ই ফেলুদা সিরিজ়ের ছবি আনার পক্ষে উপযুক্ত।

ছবি: RBN আর্কাইভ  




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *