কর্পোরেট থ্রিলারে প্রিয়াঙ্কা-সুব্রত
RBN Web Desk: বাঙালি দর্শক থ্রিলার ভালোবাসে। তা সে গল্পই হোক বা ছবি। সেই কথা মাথায় রেখেই পরিচালক অর্ফিয়াস মুখোটি নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘মুখোশে মানুষে খেলা’ (Dark Mind Games)। এই কর্পোরেট থ্রিলার ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও সুব্রত দত্ত (Subrat Dutta)। সঙ্গে থাকছেন জয়দীপ চক্রবর্তী। এছাড়া কলকাতা পুলিশের এসিপি অলক সান্যালকেও দেখা যাবে তাঁর নিজের চরিত্রে। এই সপ্তাহেই শেষ হয়েছে ছবির শুটিং।
ছবির কাহিনি জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করছেন জয়দীপ। প্রতিপত্তিশালী ব্যবসায়ী জয় যুযুধান দুই পক্ষের দ্বারা সংঘটিত এক হত্যার ষড়যন্ত্রকে চালনা করে। কিন্তু সেই মৃত্যুরহস্য উদঘাটিত হওয়ার সঙ্গে-সঙ্গে জয়কে তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয়। প্রিয়াঙ্কা রয়েছেন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে। সুব্রত আছেন তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়।
থিয়েটার ও শর্ট ফিল্ম অভিনেতা, আবুধাবি প্রবাসী জয়দীপই এই ছবির কাহিনিকার। তিনি জানালেন, “‘মুখোশে মানুষে খেলা’ এক থ্রিলিং জার্নির গল্প। আশা করব দর্শকের এই কর্পোরেট থ্রিলার দেখতে ভালো লাগবে।”
জয়দীপ চক্রবর্তী
পরিচালক অর্ফিয়াসের দাবি, “এটা একেবারে আলাদা ঘরানার ছবি। এরকম কর্পোরেট থ্রিলার ছবি আগে হয়নি। শুরু থেকে শেষ অবধি টানটান সাসপেন্স থাকবে।”।
এর আগে ‘এই শহরে’, ‘বলি’ ও ‘আকাশী পুলওভার’ ছবি পরিচালনা করেছেন অর্ফিয়াস।
আরও পড়ুন: থাকছেন না দিব্যেন্দু
কলকাতা জুড়ে হয়েছে ছবির শুটিং। চিত্রগ্রহণ করেছেন সৌরভ দে। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ। ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ (পটা) বর্মণ।
আগস্টে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে ছবিটি।