সংসারের মুশকিল আসান করতে আসছে ‘মহারাজ’
RBN Web Desk: কর্পোরেট জীবন, ব্যস্ত জীবন। প্রতিদিনের কাজের চাপে গলা অবধি ডুবে যায়। এর মধ্যে সংসার, দায়িত্ব, কর্তব্য, সামাজিকতা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজকের দিনে শহরের বেশিরভাগ দম্পতির একই অবস্থা। এই দৈনন্দিন সমস্যার প্রতিফলন রূপেই আসছে নিরুপম দত্তের ছবি ‘মহারাজ’। বিভিন্ন ভূমিকায় ছবিতে থাকবেন অমৃতা গগন চক্রবর্তী, সৌর্যদীপ্ত মুখোপাধ্যায় ও গৌরব মুখোটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির টিজ়ার।
ছবির কাহিনি রাহুল আর নন্দিনীর সংসারকে কেন্দ্র করে। দুজনেই কর্পোরেট চাকুরে হওয়ার কারণে অফিসে প্রবল ব্যস্ত থাকে। বাড়ি ফিরে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। সংসারের হাজারো দায়িত্বের কিছুই আর করা হয় ওঠে না। এমনকী নিজেদের সম্পর্কের ওপরেও পড়তে থাকে এর প্রভাব। তাই যে করেই হোক একজন কাজের লোক দরকার যে বাড়ির সব কাজে সাহায্য করবে।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
কিন্তু কোথায় পাওয়া যায় এমন লোক? খুঁজলেই কি আর মেলে? রাহুল অনেক খুঁজেও কাউকে পায় না। একদিন হঠাৎ করেই নিজে থেকে এসে হাজির হয় মহারাজ। সে একজন রাঁধুনি। সে জানায় রাহুলের অফিসের বস তাকে পাঠিয়েছে। নন্দিনীর খুব একটা পছন্দ না হলেও রাহুল বিনা প্রশ্নে মহারাজকে রেখে দেয়। আচমকাই যেন বাড়ির পরিবেশ বদলে যায়। মহারাজ একাই সামলে দেয় সবকিছু। ফলে রাহুল আর নন্দিনীর সংসারে বয়ে যায় সুখের হাওয়া। কিন্তু সব সুখ কি বেশিদিন স্থায়ী হয়? মহারাজ কি শুধু সুখই বয়ে এসেছে নাকি সঙ্গে আছে কিছু ভয়ঙ্কর চমকও?
ছবির সম্পাদনা করেছেন অংশুমান। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন আর্যদীপ ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন নিরুপম নিজেই।
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘মহারাজ’।