জন্মশতবর্ষে স্মরণ ‘তারার নাম অরুন্ধতী’

কলকাতা : তাঁর অভিনয়, ব্যক্তিত্বের দ্যুতি চিরকাল সমীহ করে এসেছে বাংলা সংস্কৃতি জগৎ। রবীন্দ্রনাথের স্নেহচ্ছায়ায় শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতে শিক্ষালাভ। অসামান্য সংগীতশিল্পী, কিন্তু কখনই গান করার জন্য পারিশ্রমিক নিতেন না আদর্শগত কারণে, যা শুনলে এখন সব অলীক মনে হতে পারে। প্রথম ছবি নিউ থিয়েটার্সের সঙ্গে, কার্তিক চট্টোপাধ্যায়ের ‘মহাপ্রস্থানের পথে’ ও তার হিন্দি সংস্করণ ‘যাত্রিক’ -এ। ১৯৫২ সালে নির্মিত সে ছবিতে নজর কেড়েছিলেন সারাভারতের সিনেমাপ্রেমীদের। এরপর একে একে বেশ কয়েকটি বাংলা ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি।তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ভগিনী নিবেদিতা’, ‘ছেলে কার’, ‘বিচারক’, ‘কালামাটি’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দী’, ‘জতুগৃহ’, ‘শিউলিবাড়ি’ এ রকম আরো কত ! শুধু তাই নয়, তাঁর পরিচালিত ছায়াছবিও সম্ভ্রম আদায় করে নিয়েছিল দর্শক-সমালোচকদের।

অরুন্ধতী দেবী (Arundhati Debi)। বাংলাদেশের বরিশালে সম্ভ্রান্ত গুহঠাকুরতা পরিবারে ১৯২৪-এ জন্ম। এ বছর তাঁর জন্মশতবর্ষ স্মরণ করে সম্পূর্ণত পারিবারিক উদ্যোগে আগামী ২৮ ও ২৯ এপ্রিল কলকাতার নন্দন ৩ প্রেক্ষাগৃহে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘Star named Arundhati’।

প্রথম দিন অরুন্ধতী দেবীকে নিয়ে বলবেন স্বনামধন্য শিল্প সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে দেখান হবে বিজয় বসু পরিচালিত ‘ভগিনী নিবেদিতা’ ছবিটি। যে ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন অরুন্ধতী দেবী। দ্বিতীয় দিন সহকর্মী, আপনজনদের স্মৃতিচারণায় উঠে আসবে তাঁর জীবনের বিভিন্ন দিক। সেই সন্ধ্যায় তাঁর বিষয়ে স্মৃতিচারণ করতে পারেন পরিচালক পলাশ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী মুনমুন সেন (Moon Moon Sen)। সঙ্গে প্রদর্শিত হবে অরুন্ধতী দেবী পরিচালিত ‘ছুটি’ -র পুনরুদ্ধার করা সংস্করণ (Restored Version)। এই উদ্যোগের অন্যতম প্রধান কাণ্ডারী মৃণালিনী বাসুদেবন জানালেন, ‘পরিবারের সংগ্রহে রয়েছে অরুন্ধতী দেবীর বেশ কিছু দুর্লভ আলোকচিত্র। পরিকল্পনা আছে আগামী অক্টোবরে সেই সব ছবি নিয়ে নন্দনে একটি প্রদর্শনী আয়োজন করার।’ আশা করা যেতেই পারে আগামী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (Kolkata International Film Festival)  অরুন্ধতী দেবীর জন্মশতবর্ষ স্মরণ করে তাঁর প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *