গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
৫. আবারও ভুল সিদ্ধান্ত
এরপর পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের সঙ্গে জ়িনাতের নাম জড়ালেও দুজনের কেউই সে কথা স্বীকার করেননি। শোনা যায় জ়িনাত বিয়ে করতে চাইলেও ইমরান রাজি ছিলেন না।
এর বেশ কিছু বছর পর ১৯৮৫ সালে উঠতি অভিনেতা মজ়হর খানকে বিয়ে করেন জ়িনাত। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। জ়িনাতের ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন মজ়়হর। জিনাতের খ্যাতি মজ়হর সহ্য করতে পারতেন না। তাঁর ইচ্ছে ছিল জ়িনাত শুধু বাড়িতে থেকে সংসার করবেন। তবু জ়িনাত সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন। ১২ বছর মজ়হরের সঙ্গে সংসার করেন তিনি। ১৯৯৮-তে কিডনির রোগে মজ়হরের মৃত্যু জ়িনাতকে মুক্তি দেয়।
আরও পড়ুন: নয়া থ্রিলারে প্রতিশোধের কাহিনী, মুক্তি পেল ট্রেলার
মজ়হর ও জিনাতের দুই সন্তান, জাহান ও আজান। পরবর্তীকালে জিনাত বলেছেন, ‘মজ়হর কোনওদিন চায়নি আমার আলাদা কোনও পরিচিতি থাকুক। ও চাইত আমি বাড়িতে থেকে বাচ্চা মানুষ করি। বিয়ের এক বছরের মধ্যে বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। তবু আমি এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাব বলে মনস্থির করি। বারো বছর সবকিছু ছেড়ে আমি সংসারে মন দিয়েছিলাম, যদিও জানতাম কোনও আশা নেই। এই বারো বছরে একটাও সুখের মুহূর্ত আমি পাইনি, তবু সবরকম চেষ্টা করেছিলাম।’
<—৪. অসফল প্রথম বিয়ে | ৬. রাজ কাপুরের রূপা—>