নয়া থ্রিলারে প্রতিশোধের কাহিনী, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: ক্রাইম থ্রিলার এখন বাংলা ছবি ও ওয়েব সিরিজ় জগতে এক জনপ্রিয় ঘরানা। তার সঙ্গে যদি মিশে যায় আতঙ্কের উপাদান তাহলে তো কথাই নেই। সেরকমই এক নতুন ক্রাইম থ্রিলার ‘জিঘাংসা’র ট্রেলার গতকাল মুক্তি পেল শহরে। অরিজৎ (জন) হালদার পরিচালিত এই সিরিজ়ে অভিনয় করেছেন বাসুদেব মুখোপাধ্যায়, ঈশানী দাস, গৌতম সিদ্ধার্থ ঘোষ, সম্রাজ্ঞী সাহা, কৃতিশ চক্রবর্তী, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ ঘোষ, সৌরভ দাস ও অন্যান্যরা।

কাহিনীর পটভূমি কলকাতা থেকে প্রায় ২০০কিমি দূরে ক্ষীরপাই নামের এক গ্রামের রাজবাড়ি। প্লাবন (গৌতম), বেনু (কৃতিশ), নীল (সিদ্ধার্থ ঘোষ) ও গুঞ্জন (সৌরভ) একদিন এই গ্রামে পোঁছয়।  যেখানে ওরা নামে, সেখান থেকে রাজবাড়ির দূরত্ব মিনিট পঁচিশ। চারজনই কলকাতার মেসে থাকে। তাদের ক্ষীরপাই আসার উদ্দেশ্য হলো একটা বিজ্ঞাপন।সেই বিজ্ঞাপনে বলা ছিল, বিজ্ঞাপনদাতা সুখময়ের দৃষ্টিহীন বোন শ্রীময়ীকে (ঈশানী) যে বিয়ে করতে রাজি হবে, ক্ষীরপাই রাজবাড়ির মালিকানা তার। শ্রীময়ী মিষ্টভাষী, সুন্দরী এবং একই সঙ্গে দুর্দান্ত বেহালা বাজায়।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

চারজনের মধ্যে বেনু চাকুরিরত। সুখময় তার সঙ্গেই বোনের বিয়ে দিতে রাজি হয়ে যায়। প্লাবন পেশায় ইঞ্জিনিয়র। ওদিকে গুঞ্জন শ্রীময়ীকে বোনকে ভালোবেসে ফেলে। নীল পেশায় অভিনেতা ও পরিচালক। তার একটি চরিত্রের জন্য একজন অভিনেত্রী প্রয়োজন যে কিনা দৃষ্টিহীন। শ্রীময়ীকে হাতের কাছে পেয়ে যাওয়ায় তাকেই ছবিতে অভিনয় করানোর জন্য উঠেপড়ে লাগে নীল।

তবে চারজনের আগমনের পরেই রাজবাড়িতে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। ঘনীভূত হতে থাকে রহস্য। বাড়ির বাকশক্তিহীন কাকা এবং চাকর শশধরের নানা আচরণও কেমন যেন রহস্যজনক। ইতিমধ্যে হঠাৎই খুন হয়ে যায় বেনু। কে খুন করল তাকে? কেনই বা করল? এসব প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে প্রতিশোধের কাহিনী ‘জিঘাংসা’।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

এই সিরিজ়ের নাম শুনলে অনেকেরই অজয় করের ছবি ‘জিঘাংসা’র কথাই মাথায় আসতে পারে। তেমনই কি কিছু রয়েছে এই সিরিজ়ে? “একেবারেই তা নয়,” বললেন জন। “জিঘাংসা কথার অর্থ প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। এটাও সেরকমই এক প্রতিশোধ নেওয়ার গল্প কিন্তু তার সঙ্গে এক কর্মফলের দর্শনও কাজ করে। এটাকে এক প্রায়শ্চিত্তের গল্পও বলা যেতে পারে। একই সঙ্গে এই থ্রিলারের মধ্যে দিয়ে নারী সুরক্ষার এক বার্তাও পাওয়া যাবে।”

জন জানালেন যে এই সিরিজ়ে কোনও চরিত্রই বড় বা ছোট নয়। প্রতিটা চরিত্রই সমান গুরুত্বপূর্ণ।




‘জিঘাংসা’য় অভিনয় করতে গিয়ে দৃষ্টিহীনদের বডি ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে হয়েছে বলে জানালেন ঈশানী। “যাঁরা চোখে দেখতে পান না, তাঁদের হাঁটাচলা সবার থেকে আলাদা হয়। সেটা আমাকে রপ্ত করতে হয়েছে,” জানালেন তিনি।

‘জিঘাংসা’র কাহিনীকার পরিচালক নিজেই। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। তিনি নিজে অভিনয়ও করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন গৌরাঙ্গ মাইতি, সম্পাদনায় নির্মল পাড়ুই। সিরিজ়ের আবহ রচনা করেছেন দোলন-মৈনাক জুটি। ।

১৫ মার্চ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘জিঘাংসা’।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *