‘পরিচয়’-এর খোঁজে সুদীপ্তা, কনীনিকা
RBN Web Desk: পরিচয়পত্রে নিজের নামটুকু ছাড়া মেয়েদের জীবনে বোধহয় আর কিছুই স্থায়ী নয়। পরিযায়ী পাখিদের বাসা বদলের মতো, সময়ের সঙ্গে বদলে যায় তার পরিচিতি। নিজের পরিচয় তৈরি করার পরিবর্তে স্বেচ্ছায় সে হয়ে ওঠে কারও মেয়ে, স্ত্রী বা মা। সেটাই তখন তার একমাত্র পরিচয়। মানুষ হিসেবে এই সমাজে মেয়েদের নিজস্ব পরিচয়ের সন্ধান, এই বিষয়ে নিয়ে তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন প্রমিতা ভৌমিক।
১৫ বছর পর হঠাৎই দুই বন্ধুর দেখা। অনুরাধা গৃহবধূ এবং এক সন্তানের মা। আপাতদৃষ্টিতে অনেক গৃহবধূকে দেখে খুব সুখী মনে হলেও আসলে তেমনটা নয়। সে কখন কী করছে, কোথায় যাচ্ছে তার দৈনন্দিন জমাখরচের হিসেব স্বামীকে দিতে হয়। নিজের সন্তানের জন্য কিছু কিনতে গেলেও হাত পাততে হয় সেই স্বামীর কাছে। এই বিষয়ের উপরেই ছবির গল্প দাঁড়িয়ে আছে। অন্যদিকে শ্রেয়া স্বাধীনচেতা, নিজের শর্তে বাঁচে। তবে শ্রেয়ার আসল পরিচয় ক্রমে জানা যাবে।
আরও পড়ুন: মায়ের কথা ভেবে না পাওয়ার গানে চন্দ্রিকা
শ্রেয়ার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী এবং অনুরাধার ভূমিকায় রয়েছেন কনীনিকা বন্দোপাধ্যায়। এই ছবিতে হাতেখড়ি হলো ছোট্ট সহচরীর। ছবিতে কনীনিকার মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
সুদীপ্তা এবং কনীনিকার কথা ভেবেই কী ছবির গল্প লিখেছেন পরিচালক? উত্তরে প্রমিতা রেডিওবাংলানেট-কে জানালেন, “সুদীপ্তাকে দেখে আমার মনে হয়েছিল ওঁর মধ্যে একটা সাহসী ব্যাপার আছে। আর অনুরাধা চরিত্রটির সঙ্গে কনীনিকাকেই মানায়। লেখার সময়েই ওঁদের কথা মাথায় এসেছিল। তখনও জানতাম না ওঁদের নিয়ে কাজ করতে পারব কিনা। তবে চিত্রনাট্য শোনার পর দুজনেই রাজি হয়ে গিয়েছিলেন,” জানালেন প্রমিতা।
প্রমিতা নিজে কবি ও সাহিত্যিক। এর আগে তাঁর একটি তথ্যচিত্র ও পোয়েট্রি ফিল্ম বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে।
‘পরিচয়’-এর শুটিং শেষে এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তবে ছবিটি প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে। তারপর কোনও ওটিটি বা ইউটিউবে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানালেন প্রমিতা।