গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

তিনি যে সময় হিন্দি ছবির জগতে আসেন তখন পাশ্চাত্য ধারার পোশাক বা চরিত্রে মানিয়ে যায় এমন কোনও নায়িকা ইন্ডাস্ট্রিতে ছিলেন না। এই সুযোগটাই পেয়ে যান ১৯৭০-এর মিস এশিয়া প্যাসিফিক জ়িনাত খান। মারাঠি হিন্দু মা ও আফগান বাবার সন্তান জ়িনাতের ছোটবেলা কেটেছে মুম্বইতে। বাবা আমানুল্লা খান ছিলেন লেখক। ‘মুঘলে আজ়ম’ ও ‘পাকিজ়া’ তাঁরই লেখা। ‘আমন’ ছদ্মনামে লিখতেন জ়িনাতের বাবা। পরবর্তীকালে সেই পদবীই ব্যবহার করেছেন জ়িনাত।




মাত্র তেরো বছর বয়সে বাবাকে হারান জ়িনাত। মা এক জার্মানকে বিয়ে করে সেখানকার নাগরিকত্ব পেয়ে যান। পঞ্চগনির বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা শেষ করেন জ়িনাত। তারপর সাদার্ন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যান। দেশে ফিরে ফেমিনা পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি চলছিল মডেলিংও। ১৯৭০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক খেতাব যেতেন জ়িনাত। এরপর ভারত থেকে প্রথমবার মিস এশিয়া প্যাসিফিকের বিজয়িনীও হন তিনি।

আরও পড়ুন: তিন পদ রান্নায় নামছেন শিলাদিত্য, ইন্দ্রাশিস, অর্জুন

সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হবার পর জ়িনাতের জন্য বলিউডের দরজা খুলে যায়। পরিচালক ওপি রলহনের ‘হালচাল’ ছবিটি করার সময় জ়িনাত একটি ইন্দো-ফিলিপিনো ছবি ‘ইভিল উইদিন’-এ অভিনয় করেন। সেই ছবিতে দেব আনন্দ ও প্রেমনাথও ছিলেন। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এই সময়েই দেব আনন্দ তাঁর আগামী ছবির জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন। পরবর্তীকালে এই ছবি দিয়েই শুরু হবে জ়িনাতের জয়যাত্রা।

রইল তাঁর অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা কথা।

১. নায়কের বোন, প্রথম হিট

গার্হস্থ্য হিংসার শিকার

দেব আনন্দ তখন ‘হরে রামা হরে কৃষ্ণা’র জন্য একটি নতুন মুখের খোঁজ করছেন যে জসবির জয়সওয়াল বা জেনিসের চরিত্রে অভিনয় করবে। কিন্তু সে সময় আমেরিকা থেকে আসা একটি মেয়ের চরিত্রে মানানসই কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এছাড়াও নায়কের বোনের চরিত্রে অভিনয় করতে কোনও নায়িকাই রাজি ছিলেন না। ঠিক এইসময় ওপি রলহন দেবকে জ়িনাতের কথা বলেন। দেব যখন জ়িনাতকে প্রথম দেখেন তখন তাঁর পরনে বিদেশি পোশাক, হাতে পাইপ, মুখে ঔদ্ধত্য। হিন্দি প্রায় না জানা জ়িনাতের সিনেমায় কাজ করার খুব একটা ইচ্ছেও ছিল না তখন। ঠিক এমনই একটি মেয়েকে খুঁজছিলেন দেব। বললেন কানাডা ফেরত জেনিসের চরিত্রের জন্য ভাঙা-ভাঙা হিন্দি বললেই চলবে। তৈরি হলো হিপি ও হরে কৃষ্ণ মুভমেন্টের ওপর ভিত্তি করে বিখ্যাত ছবি ‘হরে রামা হরে কৃষ্ণা’।

আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন

এই ছবির শুট হয়েছিল আসল হিপিদের সঙ্গে। বিদেশে থাকা জ়িনাত আগেই এই ধরণের লোকজনের সংস্পর্শে এসেছেন। কাজেই আসল হিপিদের মাঝে কাজ করতে তাঁর কোনও সমস্যাই হয়নি। ‘দেব সাহেব কখনওই আমাকে বলে দিতেন না কবে আমার শট থাকবে। উনি বলতেন শুট আছে চলে এসো। রোজই যাই আর দেখি অন্যরা কাজ করছে। আমার ডাক আর আসে না। এটার ফলে আমার মধ্যে একটা সাংঘাতিক অভিনয়ের খিদে তৈরি হয়েছিল। যেদিন সুযোগ পেলাম সেদিন নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম,’ নিজের প্রথম হিট ছবি নিয়ে বলেছেন জ়িনাত। এই ছবির জন্য ফিল্মফেয়ারের সেরা সহঅভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। অন্যদিকে বাংলার বিএফজেএ তাঁকে দিল বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। 

২. ‘চুরা লিয়া হ্যায়’ বেমানান পোশাক—>

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Swati

Editor of a popular Bengali web-magazine. Writer, travel freak, nature addict, music lover, foody, crazy about hill stations and a dancer by passion. Burns the midnight oil to pen her prose. Also a poetry enthusiast.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *