মায়ের কথা ভেবে না পাওয়ার গানে চন্দ্রিকা
RBN Web Desk: জীবনের সব ক্ষেত্রে চাওয়া-পাওয়ার গল্পটা এক রকম হয় না। চাওয়া-পাওয়া মানেই যে কেবল নারী-পুরুষের সম্পর্ক এবং ভালোবাসার চক্রব্যূহ তাও নয়। মেয়েদের জীবনে প্রতিমুহূর্তে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যেও অনেক না পাওয়ার গল্প থাকে। কালের নিয়মে যে গল্পগুলো হারিয়ে যায় কারও মেয়ে, কারও স্ত্রী বা কারও মা হয়ে ওঠার দীর্ঘ যাত্রাপথে।
গানে-গানে হারিয়ে যাওয়া এমনই এক গল্প শোনাতে চন্দ্রিকা ভট্টাচার্য নিয়ে এসেছেন তার প্রথম মৌলিক গান ‘কি চেয়ে কি পেয়েছি’।
আরও পড়ুন: তিন পদ রান্নায় নামছেন শিলাদিত্য, ইন্দ্রাশিস, অর্জুন
এরকম একটা বিষয় নিয়ে গান কেন? “সাধারণভাবে গানটা শুনলে একটা ব্যর্থ প্রেমের ছবি চোখের সামনে ভেসে ওঠে। না পাওয়ার গল্প শুধুই পুরুষ ও নারীর সম্পর্কজনিত এমন তো নয়। গত চার বছর ধরে ব্যক্তিগত জীবনে নানারকম ঘটনার মধ্যে দিয়ে জীবনকে নতুন করে দেখতে শিখি এবং সেখান থেকেই নিজের সঙ্গীত সম্পর্কে আরও বেশি করে আবেগ ও নির্ভরশীলতা তৈরী হয়। নিজের গান, অর্থাৎ যে গান আমার মনের কথা বলে সেইরকম গান শোনাবার ইচ্ছে নিয়েই এই মৌলিক গানটি প্রকাশ করা,” জানালেন চন্দ্রিকা।
‘কি চেয়ে কি পেয়েছি’ প্রধাণত গজ়লধর্মী গান। গানের কথা ও সুর বিশ্বরূপ ঘোষ দস্তিদারের এবং সঙ্গীতায়োজন করেছেন পার্থ পাল।
“মিউজ়িক ভিডিও করতে গেলে সাধারণত গানের কথার উপর ভিত্তি করে একটা গল্প তৈরি করতে হয়,” বললেন চন্দ্রিকা। “ভিডিওর কাজই হলো গানের কথাকে আরও প্রাধান্য দেওয়া। ঠিক তখনই আমার মায়ের জীবনের গল্পটা চোখের সামনে ভেসে ওঠে। আমার মায়ের মতই অজস্র মায়েরা রয়েছেন যাদের জীবনে চাওয়া আর পাওয়ার সমীকরণটা একদমই আলাদা। সেই কথা মাথায় রেখেই ভিডিওর পরিকল্পনা করেছি আমি আর আদিত্য পাল।”
২০১৭-তে রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকেই চন্দ্রিকার সঙ্গীতজীবনের যাত্রা শুরু। এরপর বিভিন্ন ছবিতে প্লেব্যাক এবং টেলিভিশন ধারাবাহিকে নিয়মিত শোনা যায় তাঁকে।