গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
৩. এবার নায়িকার বোন
কিন্তু হিট ছবির সমস্যাও অনেক। দেব আনন্দ চাইছিলেন জ়িনাতকে নিয়ে আরো ছবি করতে। জ়িনাতের তখন বেশ নামডাক। দেব তখন তাঁকে নিজস্ব স্টাইলে ‘জ়িনি’ বলে ডাকেন। মুম্বই মিডিয়াও সেই নাম থেকে তাঁকে জ়িনি বেবি বলা শুরু করেছে। এদিকে দর্শক যাকে একবার দেবের বোনের চরিত্রে দেখেছ এবার তাঁকে নায়িকা করলে যদি তাঁরা গ্রহণ না করে তাহলে তো বিপদ। এদিকে দেবের চাই স্মার্ট নায়িকা, যে শার্টপ্যান্টের সঙ্গে সমানভাবে বিকিনিও পরতে পারবে। অন্য নায়িকারা এমন চরিত্রে রাজি হবেন না। অগত্যা অনেক ভেবে তিনি লিখে ফেললেন ‘হীরা পান্না’। ১৯৭৩-এর এই ছবির নামভূমিকায় ছিলেন দেব ও জ়িনাত। কিন্তু জ়িনাত এখানে দেবের নায়িকা রাখীর বোন। ছবি হিট হলো, ভাইবোন চরিত্রের দোষও কেটে গেল।
<—২. ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ বেমানান পোশাক | ৪. অসফল প্রথম বিয়ে—>