৩৪ বছর পর একসঙ্গে ‘রামায়ণ’ জুটি
RBN Web Desk: একসময় তাঁদের দেখার জন্য টেলিভিশনের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করত গোটা দেশ। পথেঘাটে লোক চলাচল বন্ধ হয়ে যেত। তাঁরা পর্দার রাম-সীতা অর্থাৎ অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়া। ১৯৮৯ সালে ‘উত্তর রামায়ণ’ ধারাবাহিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ৩৪ বছর পর ফের জুটি বাঁধছেন তাঁরা।
টেলিভিশনের টিভির পর্দায় ‘রামায়ণ’-এর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ২০২০ সালে লকডাউনের সময় ধারাবাহিকটি আবার দেখানো হয়। তখনও ব্যাপক সাড়া ফেলেছিল ‘রামায়ণ’। সাড়ে তিন দশক পেরিয়ে অরুণ-দীপিকা জুটিকে এবার প্রদীপ গুপ্তর ছবি ‘নোটিস’-এ দেখা যাবে।
আরও পড়ুন: তবে কি সৃজিতও ব্যোমকেশ করতে চলেছেন?
দীপিকার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে খুশি অরুণ। ছবিতে ধর্ম ও সত্যের মিশ্রণ রয়েছে বলে তিনি কাজ করতে রাজি হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
দীপিকার মতে এই ছবির গল্প রামায়ণের মতোই সরল সত্যের উপর প্রতিষ্ঠিত।
গতকাল থেকে শুরু হয়েছে ‘নোটিস’-এর শুটিং।