সিক্যুয়েলেই ভরসা?
RBN Web Desk: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর একের পর এক ছবি। তাই সিক্যুয়েলেই ভরসা রাখতে চাইছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত (Kangana Ranaut)। সাম্প্রতিককালে তাঁর অভিনীত কোনও ছবিই নির্মাতাদের মুখে হাসি ফোটাতে পারেনি। তাই ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ (Queen) ছবির সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন কঙ্গনা।
বক্স অফিসের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল ‘কুইন’। ছবিটি পরিচালনা করেছিলেন বিকাশ বহল। কঙ্গনার কেরিয়ারে অন্যতম মাইলফলক ছিল ‘কুইন’। ছবির সংলাপও লিখেছিলেন কঙ্গনা। সেই ছবির সিক্যুয়েলের চিত্রানাট্য লেখা শেষ হয়েছে বলে জানিয়েছেন বিকাশ। আবারও ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা।
আরও পড়ুন: রেখে যায় কিছু প্রশ্নও
বিকাশের দাবি, ‘কুইন’-এর সিক্যুয়েলের জন্য দর্শকের প্রবল উচ্ছ্বাস রয়েছে। তা পরিপূর্ণ করতে না পারলে তবেই তিনি ছবিটা করবেন বলে জানিয়েছেন পরিচালক।
এদিকে জুনে মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত ‘ইমারেজন্সি’ (Emergency)। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবিটি পরিচালনাও করেছেন তিনি।