অন্য পেশা ছেড়ে বাংলা টেলিজগতের নয়জন তারকা
RBN Web Desk: স্থায়ী চাকরি করতেন অনেকেই, শিক্ষাগত যোগ্যতাও কারোর কম নয়। কর্মজগতে সাফল্যের স্বাদ পেয়েছিলেন এরা সবাই।
কিন্তু তাও অভিনয়টাই ছিল নেশা। তাই সুযোগ পেতেই অন্য পেশা ছেড়ে কিছুটা অনিশ্চয়তার পথেই পা বাড়িয়েছেন এই টেলিতারকারা। বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের করে অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। এদের মধ্যে অনেকেই শুধুমাত্র তাঁদের নামের জোরেই টেনে নিয়ে যেতে পারেন যে কোনও ধারাবাহিক। প্রতিদিন সন্ধ্যায় তাঁদের অভিনয় দেখতে টিভির পর্দার সামনে ভিড় করেন দর্শক।
যে মৃত্যু আজও রহস্য
তবে ধারাবাহিকে অভিনয় করে এরা সবাই যে ধারাবাহিকভাবে সফল, তা হয়ত নয়। যে কোনও পেশার মত অভিনয়েও ওঠানামা আছে। সব ধারাবাহিক সমান জনপ্রিয় হয় না আর সেটা আশা করাও ঠিক নয়। তবুও চাকরির নিশ্চিৎ রোজগার ছেড়ে টেলিভিশনকে পেশা করে নিতে পিছপা হন না অনেকেই।
বর্তমানে এই নয়জন তারকা অন্য পেশা থেকে এসে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বাংলা টেলিজগতে।
১. তৃণা সাহা
সিএ ও সিএস পাশ করে বেশ কিছুদিন একটি বেসরকারী সংস্থার অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তৃণা। এছাড়াও পাশ করেন এমবিএ। খোকাবাবু ধারাবাহিকে অভিনয় করে সাংঘাতিক জনপ্রিয়তা পান তিনি। এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। ছবির নাম থাই কারি। শীঘ্রই শুরু হবে শ্যুটিং।