অন্য পেশা ছেড়ে বাংলা টেলিজগতের নয়জন তারকা

৩. জয়ী দেবরায়

অন্য পেশা

জয়ী প্রথম ছোট পর্দায় আসেন বিগ বস-২ এর একজন প্রতিযোগী হিসেবে। এর আগে তিনি রূপালী গুহর নির্দেশনায় ২০১৩ সালে পরিচয় ছবিতে কাজ করেন। তবে জয়ী জনপ্রিয় হন হৃদয়হরণ বিএ পাস ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে। ইঞ্জিনিয়রিং ও এমবিএ পাশ করার পর, জয়ী কিছুদিন একটি প্রযোজনা সংস্থার বিপণন বিভাগে চাকরি করেছেন।

<—আগের পাতা | পরের পাতা—>

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *