অন্য পেশা ছেড়ে বাংলা টেলিজগতের নয়জন তারকা
৮. সোমরাজ মাইতি
বিদেশ থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়রিং পাশ করে দেশে ফিরে সোমরাজ অল্প কিছুদিন কাজ করেন একটি বেসরকারী সংস্থায়। তারপর এই ছেলেটা ভেলভেলেটা ও গৌরীদান ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন তিনি। বর্তমানে কিছুদিন টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও, সম্প্রতি শেষ করে ফেলেছেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবির কাজ।