রেকর্ডের পথে শ্যামা মেয়ের গল্প
RBN Web Desk: টানা ২০ সপ্তাহ ধরে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বাংলা ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি তালিকার প্রথমে কৃষ্ণকলি। এছাড়া এই সপ্তাহের তালিকায় আর তেমন কোনও চমক নেই।
বিশেষজ্ঞদের ধারণা, কৃষ্ণকলি ধারাবাহিকটির মাধ্যমে সমাজে গায়ের রঙ নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদের বিরুদ্ধে দর্শক মনে সচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেই জন্যই এতটা জনপ্রিয় হয়েছে শ্যামা মেয়ের গল্প । এরকম চলতে থাকলে টিআরপি’র নিরিখে কৃষ্ণকলি রেকর্ডও করে ফেলতে পারে। রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসাতে হয়ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ধারাবাহিকটি।
যে মৃত্যু আজও রহস্য
তবে চমক না থাকলেও বেশ কয়েক সপ্তাহ পর প্রথম দশের বাইরে চলে গেছে সীমারেখা। আর এবারও প্রথম দশে স্থান পায়নি ভূমিকন্যা ও বাজল তোমার আলোর বেণু।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম দশটি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১১.৬)