বন্ধ ‘দেবী চৌধুরাণী’র কাজ, ব্যাহত হতে পারে নতুন পর্বের সম্প্রচার
RBN Web Desk: গত তিনদিন ধরে বন্ধ ‘দেবী চৌধুরাণী’ ধারাবাহিকের কাজ। প্রযোজক সুব্রত রায় দীর্ঘদিন পারিশ্রমিক বকেয়া রেখেছেন ও সরকারের কাছে টিডিএস জমা দেননি বলে অভিযোগ। এছাড়াও পরিচালকের টিম, ধারাবাহিকটিতে সরঞ্জাম সরবরাহকারীদের এবং টেকনিশিয়নদের অধিকাংশেরই এক মাসের মতো পারিশ্রমিক বাকি। ২০১৮ সালের মাঝামাঝি নাগাদ শুরু হওয়া এই ধারাবাহিকে এখনও পর্যন্ত কর্মরত কারোর টিডিএস জমা পড়েনি বলে অভিযোগ উঠেছে।
টেলিপাড়া সূত্রের খবর, ২০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল সুব্রতর। কিন্তু তিনি তা করেননি। এর পর তিনি মৌখিকভাবে আশ্বাস দেন যে আজকালের মধ্যে সব টাকা মেটানো হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাও করা হয়নি। তাই আরও দুটো দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষতিগ্রস্ত সব পক্ষ।
আরও পড়ুন: তৈরী হবে বায়োপিক, চুক্তিতে সই রানুর
যে সব অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চ্যানেলের সরাসরি চুক্তি রয়েছে, তাঁরা ঠিক সময়েই পারিশ্রমিক পাচ্ছেন বলে খবর। কিন্তু যাঁদের প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি ও যাঁরা দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন, তাঁরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। মুখ্য কয়েকজন শিল্পী ছাড়া, বাকি সব কলাকুশলী ও টেকনিশিয়নদের চুক্তি হয় প্রযোজনা সংস্থার সঙ্গে। পরিস্থিতির গুরুত্ব বুঝে অন্যান্যদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই বিপুল পরিমাণ টিডিএস-এর কি হবে, তা নিয়ে অন্ধকারে সবাই।
‘দেবী চৌধুরাণী’র এপিসোড ব্যাঙ্ক ভালোই। তবে দিন দুয়েকের মধ্যে শ্যুটিং ফের শুরু না হলে পরের সপ্তাহে ব্যাহত হতে পারে নতুন পর্বের সম্প্রচার।