অন্য পেশা ছেড়ে বাংলা টেলিজগতের নয়জন তারকা
৫. সুদীপ সরকার
স্নাতকোত্তর সুদীপ কিছুদিন কাজ করেছেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। ২০১৩ সালে প্রবীর রায়ের পরিচালনায় কাল মধুমাস ছবিতে প্রথম বড় পর্দায় অভিনয় করেন সুদীপ। এরপর ২০১৬-তে সঞ্জয় বর্ধন পরিচালিত বক্সার ছবিতে দেখা যায় তাঁকে। টেলিভিশনে গাছকৌটো ও কুসুমদোলার মত ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।