অনুজার প্রত্যাবর্তন, এবার কি নতুন কোনও চক্রান্ত?
RBN Web Desk: ধ্রুবর জীবনে ফিরে এসেছে তার প্রথম পক্ষের স্ত্রী অনুজা। ধ্রুবকে বিয়ে করার পর সিদ্ধার্থর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় অনুজা। স্ত্রীর এরূপ ঘটনা জানতে পেরে তাকে একটি ঘরে আটকে রাখে ধ্রুব। কিন্তু হঠাৎই আগুন লেগে পুড়ে যায় সেই ঘর। বাড়ির সকলে ভাবে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অনুজার। এরপর দুই সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন অতিবাহিত করছিল ধ্রুব। এরপর ধ্রুবর জীবনে আসে তারা। সুখেদুঃখে বিবাহিত জীবন কাটছিল দুজনের। এর মাঝেই প্রায় দশ বছর পর সকলকে অবাক করে ফিরে এলো অনুজা। কী উদ্দেশ্য তার? এবার কি তবে নতুন কোনও চক্রান্তের জালে পড়তে চলেছে ধ্রুব ও তারা?
‘ধ্রুবতারা’ ধারাবাহিকে অনুজার চরিত্রে অভিনয় করছেন তানিয়া কর। ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন ইন্দ্রজিৎ বসু ও শ্যামৌপ্তী মুদলি। ‘গানের ওপারে’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘প্রেমের কাহিনী’-র পর আবার স্টার জলসার কোনও ধারাবাহিকে ফিরলেন তানিয়া। ধ্রুবতারা’য় তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে তানিয়া রেডিওবাংলানেট-কে জানালেন, “অনুজা চরিত্রটা এই মুহূর্তে নেগেটিভের মোড়কে একটা পজ়িটিভ অ্যাঙ্গেল দিচ্ছে। প্রথম জীবনে স্বামী-সন্তানকে ছেড়ে চলে যায় অনুজা। সবাই তাকে মৃত জানলেও একমাত্র তার ননদ রঞ্জাই জানত যে অনুজা জীবিত। রঞ্জার সঙ্গেই অনুজা ষড়যন্ত্র করে যে ভবিষ্যতে সম্পত্তির অংশীদার হিসেবে সে ফিরে আসবে। অনুজা যখন ফিরে এসে দেখে ধ্রুবর জীবনে তারা এসেছে তখন কোথাও গিয়ে তার মনে একটু হলেও অধিকারবোধের জন্ম হয়। কোথাও যেন ধ্রুবর সঙ্গে তার আবেগগুলো মনে পরে।”
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
অনুজার চরিত্রের জন্য তানিয়ার লুক বেশ আধুনিক। এরকম লুকে এর আগে দর্শক তানিয়াকে দেখেননি। তাঁকে ঘরের মিষ্টি, বাধ্য মেয়ের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক। সেখানে একটি নেগেটিভ চরিত্রের জন্য নিজেকে তিনি নিজেকে কীভাবে তৈরি করলেন? “কিছুটা তো চ্যালেঞ্জিং তো বটেই,” বললেন তানিয়া। “নেগেটিভ চরিত্র হওয়া সত্ত্বেও এই মুহূর্তে একটা পজ়িটিভ দিক বজায় রাখতে হচ্ছে। এটা আমার কাছে একদম নতুন। শুটিংয়ের সময় তাই অনেকটা পরিশ্রম করতে হচ্ছে চরিত্রটার জন্য।”