অন্য পেশা ছেড়ে বাংলা টেলিজগতের নয়জন তারকা
৭. সানন্দা বসাক
তা বলে কি প্রেম দেব না ধারাবাহিকের মুখ্য চরিত্রের মাধ্যমে টেলিভিশনে প্রথম অভিনয় করেছিলেন সানন্দা। এরপরে কাজ করেন বয়েই গেল ও স্ত্রী ধারাবাহিকে। গোয়েন্দা গিন্নী-এর বেশ কয়েকটা পর্বে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। টেলিভিশনে আসার আগে একটি অর্থ লগ্নিকারী সংস্থায় চাকরি করতেন সানন্দা। কয়েক বছর একটি ব্যাঙ্কেও কাজ করেছেন।