বাংলায় প্রসেনজিৎ-জিৎ জুটি শীঘ্রই

RBN Web Desk: রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের সমাগম তখন মহারথীদের অপেক্ষায়। চারপাশ আলো আঁধারিতে মোড়া, মনে একাধিক প্রশ্ন। হবে নাই বা কেন, এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন জিৎ (Jeet) আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাংলায় নাই বা হলো, হিন্দিতে মুম্বইয়ের পরিচালকের হাতে হবে মেলবন্ধন। সৌজন্যে নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter)

‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ অনুরাগীদের মুগ্ধ করেছে আগেই। ক্রাইম, রাজনীতি, প্রশাসন কীভাবে সমাজের বুকে দাপট চালাচ্ছে, সেটাই এই সিরিজ়ের মূল আকর্ষণ। এই সমাজে বিচার, ন্যায় বা প্রাপ্য অধিকার পেতে হলে ঠিক কতটা মূল্য দিতে হয় মানুষকে? বাঁচতে হলে কি সততা, মূল্যবোধ বিসর্জন দিতে হয়? নিজের হকের লড়াই ছিনিয়ে নিতে হয়? নাকি প্রশাসনের উপর আস্থা রাখতে হয়? এখানে কি বিচারের বাণী নিভৃতে কাঁদে, নাকি আইন মানুষের কথা বলে? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।

আরও পড়ুন: সুজিত সরকারের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান?

জিৎ ও প্রসেনজিৎ ছাড়াও এ সিরিজ়ে আছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), চিত্রাঙ্গদা সিংহ (Chitrangada Singh), আদিল জ়ফর খান, ঋত্বিক ভৌমিক ও পূজা চোপড়া । সিরিজ়টি পরিচালনা করেছেন দেবাত্ম মণ্ডল ও তুষার কান্তি রায়। চিত্রনাট্য সাজিয়েছেন নীরজ ও তাঁর টিম।

ট্রেলার লঞ্চের মঞ্চে জিৎ, শাশ্বত ও পরমব্রতের একই সুর। নীরজের ডাক, চিত্রনাট্য অগ্রাহ্য করতে পারেননি কেউই। প্রসেনজিৎ জানালেন, “ফোন পেয়ে চিত্রনাট্য শুনতে চাইনি। গল্প শুনেই ডেট দিয়ে দিয়েছিলাম। এমনকী পারিশ্রমিকের কথাও আলোচনা করিনি।”

আরও পড়ুন: চিত্রনাট্য তৈরি, এবার কি বাঙালি পরিচালক?

ট্রেলার লঞ্চে রাজনৈতিক নেতার চরিত্রে বেজ রঙের জহরকোট আর কেতাদুরস্ত চশমায়, ভিড়ের উদ্দেশ্যে হাত নাড়তে-নাড়তে মঞ্চে হাজির হলেন প্রসেনজিৎ। অনুরাগীদের উচ্ছ্বাস তখন তুঙ্গে। সংলাপ বললেন অচেনা ভঙ্গিতে। অন্যদিকে খাকি, লেদার জ্যাকেট, কালো রোদচশমায় পুলিশ জিপে মঞ্চে এলেন জিৎ।

ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা। অন্যরকম ভূমিকায় থাকবেন চিত্রাঙ্গদা। শিফন শাড়িতে সেদিন তিনি ছিলেন নজরকাড়া।

Bengal Chapter

টিম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’

বেশিরভাগ শুটিংই হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়।

‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর সাফল্যের পর বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে চিন্তাভাবনা শুরু করেন নীরজ ও তাঁর টিম। নীরজের চিত্রনাট্য এবং বাংলার নায়কদের যুগলবন্দী এই সিরিজ়কে অন্য মাত্রা দেবে বলে মনে করেন নির্মাতারা।

আরও পড়ুন: সম্ভাবনার তত্ত্বে চমকে দেবে অভিজিতের আশ্চর্য ছবি

প্রথম সিরিজ়েই এতজন রথী-মহারথী নিয়ে কাজ করা প্রসঙ্গে দেবাত্ম বললেন, “প্রতিযোগিতা নয়, বরং সকলেই নিজের সেরাটা দিয়ে কাজ করেছেন।”

কলকাতার সঙ্গে আত্মিক যোগ নীরজের। গোটা স্কুলজীবন কেটেছে হাওড়ায়। ‘স্পেশাল ২৬’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ছবির প্রেক্ষাপট জুড়ে ছিল কলকাতা। ট্রেলারের মঞ্চ থেকে জানালেন সে সব কথা।

আরও পড়ুন: তাঁকে ছাড়া কাস্টিং অসম্পূর্ণ, বললেন তব্বু

জিৎ শোনালেন তাঁর আবেগের কথা। “আশা করছি এই সিরিজ়ের মাধ্যমে আমার পরিচিতি আরও বাড়বে। বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছতে পারব। এবং আগামী দিনে আরও কাজের সুযোগ পাব,” নীরজ ও গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে বললেন তিনি।

“বাংলায় আমরা করব। বাংলায় আমরা দুই ভাই খুব শিগগির আসব,” প্রসেনজিৎ-জিৎ জুটির বাংলায় কাজ করার প্রসঙ্গে বললেন প্রসেনজিৎ।

২৮ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *