ছবি পরিচালনায় রাধিকা আপটে
RBN Web Desk: পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী রাধিকা আপটে (Radhika Apte)। ‘প্যাডম্যান’, ‘অন্ধাদুন’, ‘অন্তহীন’, ‘রূপকথা নয়’-এর মতো একাধিক ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এবার ক্যামেরার নেপথ্যে নিজের দক্ষতার ছাপ রাখতে চান রাধিকা।
শোনা যাচ্ছে ‘কোটিয়া’ নামের একটি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। অ্যাকশন গোত্রের এই ছবিতে থাকবে রূপকথার ছোঁয়াও। হিন্দি ও মরাঠি ভাষায় তৈরি হবে ছবিটি। মুখ্য চরিত্রে থাকবে এক কিশোরী। আচমকা এক অলৌকিক ক্ষমতা পায় সে। এরপর পরিবারকে নানাভাবে সাহায্য করতে থাকে মেয়েটি। এমন গল্পেই আবর্তিত হবে পরিচালক হিসেবে রাধিকার প্রথম ছবি।
আরও পড়ুন: সম্ভাবনার তত্ত্বে চমকে দেবে অভিজিতের আশ্চর্য ছবি
ছবিতে কারা থাকবেন তা এখনও জানা যায়নি। আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে।