অ্যাডিলেডে ইন্দ্রাশিসের ‘নীহারিকা’
RBN Web Desk: অ্যাডিলেড চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা’। এই উৎসবেই ছবিটির প্রিমিয়র হবে। ‘নীহারিকা’য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা মজুমদার, শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা গুহ ও রাজেশ্বরী পাল।
প্রায় দু’বছর ধরে গিরিডি, শিমুলতলা ও মধুপুরে হয়েছে ‘নীহারিকা’র শুটিং। এই অঞ্চল একসময় বাঙালির কাছে ‘পশ্চিম’ বলে পরিচিত ছিল। পর্দায় গ্রীষ্ম-বর্ষা-শীতকে তুলে ধরার জন্য এই তিন ঋতুতে শুটিং করেছেন ইন্দ্রাশিস। শহর থেকে প্রত্যন্ত গ্রামে চলে আসা একটি মেয়ের জীবন প্রকৃতি কীভাবে বদলে দেয়, সেটাই দেখা যাবে ইন্দ্রাশিসের ছবিতে। সেই মেয়েটির জীবনে একটি অন্ধকার অতীত রয়েছে। এই চরিত্রেই অভিনয় করেছেন অনুরাধা।
আরও পড়ুন: অঞ্জন দত্তের ছবিতে তনুশ্রী
২২ অক্টোবর অ্যাডিলেডে দেখানো হবে ‘নীহারিকা’। অ্যাডিলেড ছাড়াও হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হবে।