মুম্বই ছাড়ছেন প্রিয়ঙ্কা চোপড়া?
RBN Web Desk: মুম্বইয়ে একাধিক বিলাসবহুল বাড়ির মালিক প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি নাকি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে। পাকাপাকিভাবে নাকি মুম্বই ছাড়তে চলেছেন প্রিয়ঙ্কা।
২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর বেশিরভাগ সময় সে দেশেই থাকেন প্রিয়ঙ্কা। হলিউডের বেশ কয়েকটি ছবি ও সিরিজ়ে কাজও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে ইদ্রিস এলবা ও জন সেনার সঙ্গে ছবি ‘হেডস অফ স্টেট’।
আরও পড়ুন: সম্ভাবনার তত্ত্বে চমকে দেবে অভিজিতের আশ্চর্য ছবি
৩ মার্চ প্রিয়ঙ্কা তাঁর ফ্ল্যাটগুলি বিক্রি করেছেন বলে খবর। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলি কিনেছিলেন প্রিয়ঙ্কা। এর আগে লোখণ্ডওয়ালার একটি আবাসনে দুটি পেন্টহাউস বিক্রি করেন প্রিয়ঙ্কা। ২০২৩ সালে ₹৬ কোটিতে পেন্টহাউস দুটি বিক্রি করে দেন তিনি। ২০২১ সালেও ভারসোভার দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন অভিনেত্রী।