রণবীরকেই চান যুবরাজ
RBN Web Desk: তাঁর চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কপূরকেই চান যুবরাজ সিংহ। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। উল্লেখ্য, গতবছর যুবরাজের বায়োপিকের সত্ত্ব কিনে নেন অভিনেতা-পরিচালক আমির খান।
যুবরাজ জানান, শীঘ্রই তাঁর বায়োপিক আসছে। এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ‘অ্যানিমাল’ ছবিতে রণবীরের অভিনয় দেখে মুগ্ধ যুবরাজ জানান রণবীরই তাঁর প্রথম পছন্দ। তবে এ ব্যাপারে পরিচালকই শেষ কথা বলবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ব্যাগভর্তি টাকা হাতিয়ে ‘৩৬ ঘণ্টা’ পলাতক কৌশিক
একসময় তাঁর বায়োপিক নিয়ে করণ জোহরের সঙ্গে কথাবার্তা বলেছিলেন যুবরাজ। তারপর যে কোনও কারণেই হোক, ছবিটি আর এগোয়নি। তখনও রণবীর বা হৃতিক রোশনকে তাঁর পছন্দ বলে জানিয়েছিলেন যুবরাজ।
ক্রিকেটের পাশাপাশি মারণরোগ ক্যান্সারের বিরুদ্ধে তাঁর লড়াইও বায়োপিক স্থান পাবে বলে জানা গেছে।