সুজিত সরকারের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ খান?
RBN Web Desk: এই মুহূর্তে ‘কিং’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ খান (Shah Rukh Khan)। তার মাঝেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। শোনা যাচ্ছে, পরিচালক সুজিত সরকারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ। তা হলে কি কোনও নতুন ছবি শুরু করতে চলেছেন তাঁরা?
সস্প্রতি মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োতে সুজিতের সঙ্গে দেখা করেন শাহরুখ। সূত্রের খবর, নতুন কোনও কাজের লুক টেস্টের জন্যই শাহরুখ স্টুডিয়োয় গিয়েছিলেন। সম্ভবত নতুন কোনও বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। কারণ, শুটিংয়ের সময় শাহরুখকে রান্নাঘরের সেটে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সম্ভাবনার তত্ত্বে চমকে দেবে অভিজিতের আশ্চর্য ছবি
২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ছবি ‘ডাঙ্কি’। শাহরুখের নতুন ছবি ‘কিং’-এর চিত্রনাট্যকার সুজয় ঘোষ। কিন্তু ছবিটি তাঁর পরিবর্তে এখন সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন বলে খবর। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খান।