তাঁকে ছাড়া কাস্টিং অসম্পূর্ণ, বললেন তব্বু
RBN Web Desk: প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। থাকতে চান তৃতীয় পর্বেও। সেই মর্মেই পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan) ও মূল অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar) উদ্দেশ্য করে জানিয়ে দিলেন তব্বু (Tabu), তাঁকে ছাড়া ছবি হবে না। সম্প্রতি প্রিয়দর্শনের জন্মদিন উপলক্ষে অক্ষয় সমাজ মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘হেরা ফেরী’ (Hera Pheri) ছবির তৃতীয় পর্বের প্রসঙ্গ তোলেন। সেখানেই প্রিয়দর্শন জানান তিনি ‘হেরা ফেরী ৩’ (Hera Pheri 3) তৈরি করতে আগ্রহী। সেই উত্তরে তিনি অক্ষয়ের সঙ্গে বাকি দুই মূল অভিনেতাকেও ট্যাগ করেন। সেই প্রেক্ষিতেই এবার তব্বু জানালেন তাঁকে ছাড়া এই ছবির কাস্টিং অসম্পূর্ণ। তাই ধরে নেওয়া যায় তিনিও এই ছবিতে থাকছেন।
২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরী’ ছবিটি। ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এছাড়াও ছিলেন তব্বু, ওম পুরি, আসরানি, মুকেশ খান্না, গুলশন গ্রোভার। বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল ছবিটি।
এরপর ২০০৬ সালে মূল তিন চরিত্রকে রেখে তৈরি হয় ‘ফির হেরা ফেরী’। ছবিটি আগের ছবির স্পিন অফ ছিল। এই পর্বে অবশ্য তব্বু ছিলেন না। তবে এটিও বক্স অফিসে লাভের মুখ দেখে। তারপর থেকেই বারবার এই ছবির পরবর্তী পর্ব তৈরির কথা এসেছে।
আরও পড়ুন: ব্রিগেড সমাবেশে প্রসেনজিৎ?
প্রিয়দর্শনের ডাকে সাড়া দিয়ে উচ্ছ্বসিত পরেশ লিখেছেন, পরিচালক এই প্রজেক্টের মাতৃস্বরূপ। তিনি আবার সেই ছবিকে ফেরাতে চাইলে তিনি অবশ্যই স্বাগত জানাবেন। সুনীল লিখেছেন, ‘হেরা ফেরী’ নিয়ে প্রশ্ন করার কী দরকার, অবিলম্বে শুরু হোক। এমনকী প্রথম ছবির খলচরিত্রের অভিনেতা গুলশনও এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
অক্ষয়ের সেই পোস্টকে শেয়ার করেই তব্বু লেখেন তিনি ছাড়া কাস্টিং সম্পূর্ণ হবে না। প্রিয়দর্শন এই মুহূর্তে অক্ষয়ের সঙ্গে তাঁর ‘ভূত বাংলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। আশা করা যায় বর্তমান ছবির কাজ গুছিয়ে নিয়ে তিনি পরবর্তী প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করবেন।