চিত্রনাট্য তৈরি, এবার কি বাঙালি পরিচালক?
RBN Web Desk: ‘পাঠান ২’ (Pathaan 2) ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ। অন্তত মুম্বই বিনোদন জগতে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে।
তবে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও ছবিটি পরিচালনা কে করবেন তা এখনও ঠিক হয়নি। ‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ‘কিং’ নিয়ে ব্যস্ত। এপ্রিল নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে।
আরও পড়ুন: দক্ষ অভিনেতা নিয়েও প্রাপ্তি শুধুই হতাশা
আপাতত ‘পাঠান ২’-এর পরিচালক হিসেবে আপাতত দুটি নাম সামনে এসেছে। একজন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ ছবিটিরও পরিচালক ছিলেন তিনি। অয়ন পরিচালক হিসেবে আদিত্যের বিশেষ পছন্দের। অন্যজন খোদ আদিত্য। তিনি নিজেও ‘পাঠান ২’ পরিচালনা করতে পারেন বলে জানা গেছে।
পরিচালক যেই হোক ‘পাঠান ২’-এ শাহরুখ খানের সঙ্গে যে দীপিকা পাড়ুকোন থাকছে, তা মোটামুটি নিশ্চিত।