চলে গেলেন বিপ্লবকেতন চক্রবর্তী
কলকাতা: অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা নাট্যজগতের। প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী । লিভারের সমস্যায় বেশ কিছুদিন তিনি ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। আজ ভোর রাতে মৃত্যু হয় তাঁর।
চেতনা নাট্যগোষ্ঠীর সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিপ্লববাবু। বাংলা থিয়েটারের ইতিহাসে তাঁর মারিচ সংবাদ নাটক একটি মাইলফলক হিসেবে গণ্য করা হয়। পরবর্তীকালে থিয়েটারওয়ালা নাম দিয়ে নিজের নাট্যদল প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর পরিচালনায় বাঘু মান্না নাটকটি খুবই জনপ্রিয় হয়।
তৈরি হল না যে ঘরে বাইরে
বিপ্লবকেতনের তিন কন্যা বিদীপ্তা, সুদীপ্তা ও বিদিশা চক্রবর্তী প্রতিষ্ঠিত অভিনেত্রী। তিনজনেরই অভিনয়ের হাতেখড়ি তাঁর কাছেই। মঞ্চ ছাড়াও টেলিভিশনেও বহু কাজ করেছিলেন বিপ্লববাবু। বাঘু মান্না ছাড়াও কাচের দেওয়াল নাটকটি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন তিনি। এই নাটকে তাঁর তিন মেয়েই অভিনয় করেন।
ছবি: এবেলা