ভালোবাসতে বয়স লাগে না, প্রমাণ করবে অপরাজিতা-শাশ্বতর রসায়ন

কলকাতা: প্রৌঢ় বয়সে গিয়েও যে প্রেমে পড়া যায় আর সেটা যে এমন কিছু দোষের নয়, এমন একটা ভাবনা থেকেই আসছে মানসী সিংহের পরিচালনায় প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’ (Eta Amader Golpo)। অভিনয়ে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, তারীন জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, পূজা কর্মকার, তপতী মুনশী, জুঁই সরকার ও যুধাজিত বন্দ্যোপাধ্যায়। গতকাল পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান।

ছবির কাহিনি শ্রীতমাকে (অপরাজিতা) নিয়ে। ছেলে, বউ, নাতনি নিয়ে ভরপুর সংসারে কোনও আনন্দের কারণ খুঁজে পান না বয়স্ক মানুষটি। তাই একটু সুস্থ থাকতে সকাল-সকাল লাফিং ক্লাবে যান। সেখানেই একদিন মিঃ শর্মার (শাশ্বত) সঙ্গে তার আলাপ হয়। এই মানুষটির চুলে পাক ধরলেও মনের দিক থেকে তিনি শিশু। আচমকাই শ্রীতমার প্রেমে পড়ে যান তিনি। কিন্তু শ্রীতমা কি রাজি হবেন? আর রাজি হলেও বা লোকে কী বলবে? এই সর্বজনীন প্রশ্নের উত্তর দিতেই আসছে ‘এটা আমাদের গল্প’। প্রথমবার অপরাজিতা ও শাশ্বত একে অপরের বিপরীতে অভিনয় করেছেন। 

আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

“এই ছবিতে আমার চরিত্রটা বেশ খিটখিটে,” বললেন বললেন অপরাজিতা। “স্বামীর মৃত্যু এবং সংসারের সব দায়িত্ব সামলে একা হয়ে যাওয়া শ্রীতমার একমাত্র সুন্দর সম্পর্ক নাতনির সঙ্গে। নাতনি ঠাকুমাকে সুচিত্রা সেন বলে ডাকে। এটা সেই শ্রীতমার সুচিত্রা সেন হয়ে ওঠার গল্প। কীভাবে একটা রঙহীন জীবনে আবার রঙ ফিরে আসবে সেটাই দেখা যাবে ছবিতে।”

মিঃ শর্মার চরিত্রে শাশ্বত এখানে একেবারে ছেলেমানুষ। তিনি নিজেও কি মিঃ শর্মার দর্শনেই বিশ্বাস করেন? 

“একেবারেই,” বললেন শাশ্বত, “আমি নিজে যখন পঁচাশি হব তখনও কিন্তু মনে-মনে পঁচিশই থাকব। এই ছবিতে মানসী আমাকে একটা গেস্ট চরিত্র করতে বলেছিল। কিন্তু যখন পুরো গল্পটা শুনলাম আমি নিজেই বললাম এই চরিত্রটা করব। আমার খুব পছন্দ হয়েছিল। তাই ডেট ম্যানেজ করলাম।” 

Eta Amader Golpo

টিম ‘এটা আমাদের গল্প’

ছবির কাহিনি লিখেছেন মানসী, চিত্রনাট্য দেবপ্রতিম দাশগুপ্তের। দেবপ্রতিম জানালেন, “কিছু গল্প থাকে যেটা শুনে মনে হয় না লিখে থাকা যাবে না। এটা সেরকম একটা গল্প। এটা যে বয়সের ভালবাসার গল্প, সেই বয়সে আমি নিজে এখন আছি। কাজেই সংসারে থেকেও একাকিত্ব কীভাবে গ্রাস করে সেটা বুঝতে অসুবিধা হয়নি। আর এরা দুজন যে কীভাবে চরিত্র হয়ে উঠেছে সেটা না দেখলে বিশ্বাস হবে না।” 

প্রথমবার পরিচালনায় এলেও অভিনয় করছেন না মানসী। কারণ হিসেবে জানালেন, “এটা আমার প্রথম সন্তান, কাজেই সে যাতে সুস্থভাবে পৃথিবীর আলো দেখে সেটার জন্য আমি আলাদা যত্ন নিতে চেয়েছিলাম। তবে পরেও আমি পরিচালনা আর অভিনয় একসঙ্গে করব না। এই ছবির গল্পের সঙ্গে দর্শক নিজেদের একশ শতাংশ মেলাতে পারবে। কারণ এই গল্প প্রায় প্রতি ঘরেই রয়েছে।” 

শাশ্বত বা অপরাজিতা এখানে অনেকটা বেশি বয়সের চরিত্রে অভিনয় করছেন, এই বয়সের কাউকে নিলেন না কেন? 

আরও পড়ুন: মহাদেবের ভূমিকায় অক্ষয়?

“আসলে প্রথম ছবিতে আমার কাছের বন্ধুবান্ধবদের নিয়েই কাজটা করতে চেয়েছিলাম,” বললেন মানসী। “বেশি বয়সের কেউ হলে আমি হয়তো তাদের সেইভাবে বুঝিয়ে উঠতে পরতাম না আমি কী চাই। শাশ্বত বা অপরাজিতার সঙ্গে আমার চিন্তাভাবনা এতটাই মেলে যে প্রয়োজনে আমি তাদের ধমক দিয়েও যেটা চাইছি বার করে নিতে পারি। এই স্বাধীনতাটা সকলের সঙ্গে থাকে না। আর যেভাবে ওরা দুজনেই চরিত্রের সঙ্গে মানিয়ে গেছে তাতে মনে হয় ঠিকই ভেবেছিলাম।”

ছবির চিত্রগ্রহণ করেছেন অম্লান সাহা। সম্পাদনায় আছেন অনির্বাণ মাইতি। সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। ছবির গানগুলি লিখেছেন সুমিত সমাদ্দার ও প্রাঞ্জল।

২৬ এপ্রিল মুক্তি পাবে ‘এটা আমাদের গল্প’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *