শ্যামা মেয়ের জীবনে ঝড় তুলতে আসছেন প্রিয়ম
RBN Web Desk: কৃষ্ণকলি ধারাবাহিকে আসছেন প্রিয়ম চক্রবর্তী। এই সপ্তাহ থেকেই গল্পে আসবে এক নতুন মোড়, আর এই ট্র্যাকের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবেন প্রিয়ম। তাঁর অভিনীত চরিত্রের নাম তিতির। চ্যানেল সূত্রের খবর, শ্যামা মেয়ের জীবনে ঝড় তুলতে আসছে তিতির।
অনেকদিন পর টিভিতে দেখা যাবে প্রিয়মকে। একটা সময় নিয়মিত ছোট পর্দায় অভিনয় করতেন তিনি। তবে মাঝখানে বেশ কিছুদিন ওয়েব সিরিজ়ে মন দিয়েছিলেন এই অভিনেত্রী।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
কৃষ্ণকলি ধারাবাহিকটি এখন জনপ্রিয়তার শিখরে। তাই এই ধারাবাহিকে অভিনয় করতে পেরে স্বভাবতই খুশি প্রিয়ম। সংবাদমাধ্যমকে জানালেন, তিতির চরিত্রটিতে অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার দারুণ সুযোগ রয়েছে। পুরোপুরি নেগেটিভ না হলেও, অনেকগুলো স্তর থাকছে এই চরিত্রটিতে, জানালেন প্রিয়ম।
তবে কৃষ্ণকলি-তে তাঁর আগমনের পর গল্প কি ভাবে এগোবে তা কিছু ভেঙে বললেন না প্রিয়ম।