শাহরুখের পরিবর্তে রণবীর?
RBN Web Desk: নতুন ‘ডন’ হতে পারেন রণবীর সিংহ। পরিচালক ফরহান আখতার আজ ‘ডন ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। আর তারপরেই মুম্বই বিনোদন জগতে শুরু হয়েছে গুঞ্জন যে এবার ছবির নামভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর। তবে ফরহান নিজে এ ব্যাপারে খোলসা করে কিছু জানাননি।
১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্র বারোট পরিচালিত ছবি ‘ডন’। নামভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন জ়ীনত অমান ও প্রাণ। ২০০৬ সালে ফরহান নতুনভাবে ‘ডন’কে বড়পর্দায় নিয়ে আসেন। মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, অর্জুন রামপাল ও বোমন ইরানী। এর পাঁচ বছর পর ফরহান নিয়ে আসেন ‘ডন ২’। সেখানেও নামভূমিকায় ছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা, বোমন ও লারা দত্ত।
আরও পড়ুন: তেলুগু ছবিতে মধুমিতা
‘ডন ৩’-এ শাহরুখের পরিবর্তে রণবীর থাকতে পারেন জেনে বেজায় চটেছেন শাহরুখ ভক্তরা। তবে রোমার চরিত্রে যে প্রিয়াঙ্কা থাকছেন না, তা একরকম নিশ্চিত।