মহাদেবের ভূমিকায় অক্ষয়?
RBN Web Desk: আবারও মহাদেবের ভূমিকায় অভিনয় করতে পারেন অক্ষয় কুমার (Akshay Kumar)। গতবছর ‘ওএমজি টু’ ছবিতে মহাদেবের ছায়ায় নির্মিত একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সে ছবিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। তবে এবার হিন্দি নয়, একটি দক্ষিণী ছবিতে মহাদেবের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।
শোনা যাচ্ছে তেলুগু ছবি ‘কানাপ্পা’তে অভিনয় করতে চলেছেন অক্ষয়। এটিই তাঁর প্রথম তেলুগু ছবি। দক্ষিণী ছবিতে আগেও কাজ করেছিলেন তিনি। কন্নড় ছবি ‘অশান্ত’ দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: কর্পোরেট থ্রিলারে প্রিয়াঙ্কা-সুব্রত
পৌরাণিক গল্পের আধারে তৈরি হবে ‘কানাপ্পা’ (Kanappa)। ছবির মুখ্য চরিত্রে থাকবেন বিষ্ণু মঞ্চু। এছাড়াও থাকবেন প্রভাস (Prabhas), মোহনলাল (Mohanlal), প্রভুদেবার মতো তারকারা। ছবিটি পরিচালনা করবেন মুকেশ কুমার সিংহ। হায়দরাবাদ ও নিউজিল্যান্ডে হবে শ্যুটিং। সম্প্রতি হায়দরাবাদে পৌঁছেছেন অক্ষয়। ছবির টিমের সঙ্গে দেখা করেছেন তিনি।