শুটিং করতে গিয়ে জখম অমিতাভ
RBN Web Desk: শুটিং করতে গিয়ে জখম হলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। হায়দরাবাদে নাগ অশ্বিন পরিচালিত ‘প্রোজেক্ট-কে’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় চোট পান তিনি। পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন অমিতাভ নিজেই। ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন এবং আপাতত সব কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
নড়াচড়া করতে এমনকি শ্বাস-প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল অমিতাভের। শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: সম্পর্ক অস্বীকার জ়িনতের
‘প্রোজেক্ট-কে’ ছবিতে অমিতাভ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন ও সূর্যনারায়ণ প্রভাস রাজু।
এদিকে রিভু দাশগুপ্তের পরিচালনায় ‘সেকশন ৮৪’ ছবির মুখ্য চরিত্রে অমিতাভ কাজ করবেন বলে জানা গেছে। তবে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি।